আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের একাত্তর

যা চাই তা ভুল করে চাই, যা পাই তা চাইনা....
আর্তের মরম বেদনা আখিজল হয়ে একদিন পড়েছিল ঝরে এই বাংলার প্রান্তরে। কেহ বুঝিলনা তব ব্যথা, কেহ শুনিলনা তব কথা, কত বর্ষ গেল ঘুরে। তারপর একদিন সেই অশ্রুকণা ফুসিয়া গর্জে উঠে হয়ে বাসকীর ফণা, দংশিতে গ্রাসিতে চায় দুরন্ত দানবেরে। যে দানব শুষেছে এতদিন বন্চিত মানবেরে। তাই দিকে দিকে আজ জাগায়েছে সাড়া তিলে তিলে মরেছে যারা দানবের সেই কঠিন নিষ্পেষণে, আকাশ ভরেছিল যথা আকুল ক্রন্দনে। তাই বজ্রকন্ঠে ঘুষিছে সবাই হবেনা হবেনা তোর ঠাঁই, যা নিয়েছিস ফিরায়ে দে এইবার যদি আশা থাকে বাচিবার।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.