আমাদের কথা খুঁজে নিন

   

বিষয় : আলু ব্লগের শুরু... বিষয় আশয় দেখে খুব মজা পেয়েছি ...আমি পুলকিত ...

কি জানি কিসের ও লাগি প্রান করে হায় হায় ...

...গতকাল আলু ব্লগ এর আনুষ্ঠানিক শুরু হলো । সেই উপলক্ষে ভাবলাম যাই একবার যেয়ে দেখি কি সাজে সাজল আলু ব্লগ। যেয়ে আসলেই একটু হতাশ হয়েছি, আজ সাইট টাকে আরেকটু জাকজমক করা উচিত ছিল, সব আগের মতই, শুধু ব্লগের পক্ষ থেকে সবাই কে অভিনন্দন জানিয়ে একটা পোষ্ট ঝুলায়া রাখা হইসে। ভালো কথা । এইবার পোষ্ট এর বিষয় বস্তু থেকে সরে এসে ব্লগার লিষ্ট এর দিকে নজর দিলাম।

আরে বাপ রে বাপ, এত্ত ব্লগার একসাথে অনলাইনে ?দেখে ভালো লাগল। এইবার ব্লগার লিষ্ট থেকে এলাম কিছু পোষ্ট পড়তে, এতক্ষন মোটামুটি সব ঠিক ই ছিল, কিন্তু এইবার ই বাধল বিপত্তি। প্রথমেই চোখে পড়ল ব্লগার তিনকোনা কে, অতীব আগ্রহ নিয়ে ঢুকলাম তার ব্লগে। ঢুকেই দেখি তার ছবি, সা ইন এ তার চশমা মার্কা একটা ছবি ছাড়া আর কিছু দেখি নাই, যতদূর জানি, কোন এক আড্ডায় তার ছবি তোলার পর সেই ছবি যাতে ব্লগে প্রকাশ না হয় সে ব্যাপারে তার নজরদারীর কথা শুনেছি। সেইসব শুনে আমি ভেবেছিলাম, আরে খাইসে, কিনা কি জিনিষ রে বাবা ... যাই হোক, ছবি দেখার পালা শেষ করে তার পোষ্ট এর দিকে আসলাম, সেখানে কিছু টেকি পোষ্ট আছে, ভালো লেগেছে, যে পোষ্ট টা সবচেয়ে চোখে পড়েছে সেটা হচ্ছে আলু ব্লগ এর ইন্টারনেট ট্রাফিক এর হিসাব নিকাশ।

সে অনেক হিসাব নিকাশ দেখিয়ে দেখিয়ে দিল যে আলু ব্লগ আগামী ১ মাসের মধ্যেই বাংলাদেশের শীর্ষ ব্লগ এ পরিনত হবে, সাথে কিছু কমেন্ট পড়লাম, কারো কোন দ্বিরুক্তি নাই, সবাই সহমত ...তাদের (!!!) ঐক্যমত দেখে ভালো লাগল। এইবার অন্য প্রসঙ্গ, আমি সা ইন এ আছি প্রায় ৬ মাস ধরে, সেই সুত্রে মা মো কে চিনি একজন সুপ্রতিষ্ঠিত এবং হেভি ওয়েট ব্লগার হিসাবে, হেভি ওয়েট এর প্রপার বাংলা আমি জানি না, উনি যে কারো ব্লগে কোন কমেন্ট করতেন না এই ব্যাপারটাকে আমি হেভি ওয়েট এর প্রমান হিসেবে ধরে নিয়েছিলাম। আলু ব্লগে এ যেয়ে দেখি উনি অন্যদের ব্লগে দেদারসে কমেন্ট করছেন। দেখে ভাবলাম, আহারে বেচারা, সম্পাদক হয়ে লো ওয়েট হতে হলো ... অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু আরেকটা কথা না বলে পারছি না। আলু ব্লগ বানানো হয়েছে অর্কিড ফ্রেমওয়ার্ক ইউজ করে।

অর্কিড বানিয়েছেন হাসিন ভাই আর ইমরান ভাই। ওনারা আমার জন্যে খুব বড় একটা বিষ্ময়। কতটুকু জানলে একটা ফ্রেমওয়ার্ক বানানো যায় সেটা এখন আমি আমার কেরিয়ারের শুরুতে চিন্তা করতে পারছি না। যাই হোক, কথা তাদের নিয়ে না, কথা একজন কবিকে নিয়ে, উনি হাসিন, ইমরান ভাই এর প্রশংসা করে একটা পোষ্ট দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন, সেই সাথে একটা কবিতাও লিখে দিয়েছেন ... পোষ্ট পড়ে ট্যাব ক্লোজ করে বের হয়ে আসার সময় চিন্তা করলাম, "মানি ইজ দ্যা রিয়েল পাওয়ার..."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.