আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের চারিত্রিক বৈশিষ্টগুলি



বাংলাদেশের বাঙালীদের চারিত্রিক বৈশিষ্ট নিয়ে অনেকেরই অনেক রকম খেদ আছে। আমরা আত্মসমালোচনা করতে গিয়ে প্রায়শই বিভিন্ন ত্রুটি খুঁজে বের করি। আমার এই প্রসঙ্গের অবতারনাও একই উদ্দেশ্যে। আসুন এক এক করে আমাদের জাতিগত চারিত্রক বৈশিষ্ট নির্দিষ্ট করি। এবং এর সুনির্দিষ্ট কারন খুঁজে বের করার চেষ্টা করি।

চারিত্রি বৈশিষ্ট ১: অন্যায় দেখে নীরবে সহ্য করা। আমরা আমাদের চোখের সামনে অন্যায় ঘটতে দেখে কখনোই সরব বা সোচ্চার হই না। অন্যায়কারীকে নীরবতার মাধ্যমে একপ্রকার সমর্থনই দেই। রবীদার মতন 'অন্যায় যে সহে' নীতিতে বিশ্বাস করে আমরা অপরাধগুলি ঘটতে দেই নিরন্তর। সমাজে যারা অপরাধপ্রবণ তারা বাঙালীর এই চরিত্র সম্পর্কে পরিপূর্ণ ওয়াকিবহাল।

এর সদ্ব্যাবহারও করে থাকে। কাউকে অপহরন করা, জনসমক্ষে কাউকে হত্যা/নির্যাতন করা, ধর্মের নামে মাতবরের হাতে কাউকে প্রহৃত হতে দেখেও চুপ করে থাকা কয়েকটি উদাহরন। আপনাদের কি মনে হয়, এই বৈশিষ্টটির পেছনে কি কারন থাকতে পারে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.