আমাদের কথা খুঁজে নিন

   

what is love ? এক্স গার্লফ্রেন্ডকে ইট দিয়ে মাথা মুখ থেঁতলে হত্যা করা ?

তুমি আমি আমরা ......

what is love ? -- কথাটা শুনে হাসলেন ? ভাবছেন রসিকতা শুরু করলাম আবার ও ? না রে ভাই । আমি মজা করতাছিনা । আমি সত্যিকার অর্থেই জানতে চাই -- ভালোবাসা কি ? ভালোবাসা মানে কি এক্স গার্লফ্রেন্ডকে ইট দিয়ে আঘাতের পর আঘাত করে মাথা মুখ থেঁতলে দেয়া ? ভালোবাসা মানে কি ২১ বছরের এক মেয়েকে দিনে দুপুরে প্রকাশ্যে ইট দিয়ে থেঁতলানো ? ভালোবাসা মানে কি হত্যাকারীকে বিচারের পরিবর্তে পালিয়ে যেতে দেয়া ? আপনার উত্তর যদি হয় -- " হ্যাঁ " তবে জেনে রাখুন , আমি বলছি - আপনি মানুষ না । আপনি একটা জানোয়ার । রাগ করলেন ? সরি ।

জানয়ারকে যে জানোয়ার ই বলতে শিখছি । আর আপনার উত্তর যদি হয় --- " না " -- তবে আসুন , ছবিটা দেখি । একটা মেয়ে নল লাগিয়ে শুয়ে আছে । মেয়েটার সারা মুখ থেঁতলানো । মাথা থেঁতলানো ।

দেখতে পারছেন ? ভালোমতো দেখুন । দেখেছেন ? আর দেখতে হবে না । এই মেয়েটা মরে গেছে আজকে । ৫ দিন বেঁচে থাকার যুদ্ধ করেছে । আজ মরে গেছে ।

জানতে ইচ্ছা করছে মেয়েটি কিভাবে মরল ? বলছি । মেয়েটিকে হত্যা করেছে -- তার তথাকথিত প্রেমিক আবদুস সামাদ ওরফে রাজু ! কারন ? তাদের ব্রেক আপ হয়েছিল । তাই মেয়েটির প্রতি রাজুর ক্ষোভ । ভালোবাসা দিবি কিনা বল ? মেয়েটি বলেছে না । ব্যাস , রাজু ইট দিয়ে মেয়েটির মাথা মুখ থেঁতলে দিয়েছে ।

৫ দিন হাসপাতালে থেকে মেয়েটি মারা গেছে । ভালোবাসার জন্য ভালোবাসার মানুষকে হত্যা । নৃশংস ভাবে হত্যা । পশুর চেয়ে জঘন্যভাবে হত্যা । আমি আবারও জিজ্ঞাস করছি তাহলে -- ভালোবাসা মানে কি ? ভালোবাসার স্থান কোথায় ? ময়মনসিংহের ঘটে যাওয়া এই ঘটনা আমাদের মূলত কি শিক্ষা দিল ? একজন মানুষ আরেকটা মানুষকে যদি এক বিন্দু পরিমাণ ভালবাসতে পারে তবে সে কিভাবে হত্যা করতে পারে তার ভালোবাসার মানুষটিকে ? উত্তর -- মানুষ পারে না ।

মানুষ নামের পাগলা কুত্তারা পারে । (আমার কেবল ই মনে হচ্ছে আমি এইসব খুনিদের সাথে কুকুরদের তুলনা করে কুকুরদেরকেই অবমূল্যায়ন করছি ) খুনি রাজু পলাতক । আনন্দ মোহন কলেজের বাংলা বিভাগের স্নাতকের (সম্মান) শিক্ষার্থী আফসারী আক্তার স্বর্ণা হত্যার বিচার কি হবে ? বাংলাদেশের মানুষ কি মানুষ নামের একটি পাগলা কুত্তাকে শাস্তি দিতে পারবে ? বিচারের অপেক্ষায় ------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।