আমাদের কথা খুঁজে নিন

   

ঢাবিতে ছাত্রনেতাদের অভিনব ব্যবসা

আমি এক যাযাবর....

ঢাবি'র হলগুলোতে প্রথম বর্ষের ছাত্রদের ওপর সওয়ার হয়ে জমজমাট ব্যবসায় নেমেছে তথাকথিত ছাত্রনেতৃবৃন্দ। আসন্ন ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে তাদের এ ব্যবসা। জানা গেছে, হলে অবস্থানরত প্রথম বর্ষের তুলনামূলক মেধাবী ছাত্রদের পুঁজি করে ছাত্রনেতারা ভর্তিচ্ছু ছাত্রদের সাথে এই মর্মে চুক্তি করছে যে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তাদের ভর্তি নিশ্চিত করতে সাহায্যকারী হিসেবে তাদের পাশে বসানো হবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একজন ছাত্রকে। বিনিময়ে সাহায্যপ্রাপ্ত সেই ভর্তিচ্ছু ছাত্রকে গুণতে হবে একটি বড় রকমের মূল্য। এছাড়াও এই লক্ষ্যে একই সিরিয়ালের ভর্তি ফরমও বিক্রি করা হচ্ছে অনেক চড়া দামে।

এ অনৈতিক কাজে অংশগ্রহণ করতে প্রথম বর্ষের ছাত্রদের জোরপূর্বক সম্মতি আদায় করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ‌'ঘ' ইউনিটের ফরম একই সিরিয়ালে বিক্রি করা হয়। যা এই অনৈতিকতার পথকে সহজ করেছে। এই জঘন্য অপরাধ প্রতিরোধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আশু পদক্ষেপ নিতে হবে। অন্যান্য ইউনিটের মতো ‌'ঘ' ইউনিটের ভর্তি ফরমও একই সিরিয়ালে না ছাড়বার ব্যবস্থা করতে হবে।

ভাবতে অবাক লাগে, উপযুক্ত ও দক্ষ ছাত্র ভর্তির উদ্দেশ্যে কর্তৃপক্ষ একটি বিশেষ শ্রেণীকে ঢাবিতে ভর্তির পথ বন্ধ করতে অযৌক্তিক শর্ত আরোপ করছে অন্যদিকে চরম অযোগ্য ছাত্রদের ভর্তির চোরা দরজা খোলা রেখেছে 'ঘ' ইউনিটের ভর্তি ফরম ছাড়বার প্রক্রিয়ায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতলবটা আসলে কী?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.