আমাদের কথা খুঁজে নিন

   

যে সাইনবোর্ডে পথচারী ধাক্কা খেয়েছিল

/

রাস্তা অতিক্রমনের সময় পুরুষ গাড়ি হইতে সাবধান থাকিবে বুঝিয়া উঠিবার পূর্বেই তোমারে অতর্কিত আক্রমন করিতে পারে। সাবধান থাকিবে পুরুষ ম্যানহোল হইতেও ভুল করিয়া পড়িলে তাহার গন্ধ নাসিকায় বহুদিন ছাড়িবে না। পুরুষ ইটের কুচায় স্যান্ডেল ছিঁড়িলে তাহা তৎক্ষণাৎ ব্যবহার করিতে শিখিও টানিয়া টানিয়া হাটিলে বাড়ির দরজায় তারে দাঁড়ানো পাইবে। ছোট পুরুষ গাড়ি বলিয়া কাহারেও হেলা করিও না মারিয়া না ফেলিলেও কোন না কোন ভাবে বিছানায় শোওয়াইয়া ছাড়িবে। তুমি কি পুরুষ হর্ণ শুনিতে পাইতেছ ? সাধুসন্ত টাইপ ওভারব্রীজ তোমারে আহবান করিতেছে অবশ্য তুমি চড়িবার পর উহা সাধুসন্তই থাকিবে ইহার নিশ্চয়তা আলবৎ কেহ দিবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.