আমাদের কথা খুঁজে নিন

   

ভূত তাড়ানো দিবস

নিরব যোদ্ধা।

আমেরিকার নিউইয়র্কসহ বিভিন্ন রাজ্যে গতকাল পালিত হয় ‘হ্যালোইন ডে’। ১৯৫৪ সাল থেকে ৩১ অক্টোবরকে আমেরিকার অধিবাসীরা ভূত তাড়ানো দিবস হিসেবে পালন করে আসছে। আগে এ দিবসকে কেন্দ্র করে এখানকার মানুষের আগ্রহ না থাকলেও ইদানিং এই ‘হ্যালোইন ডে’ উপলক্ষে স্কুলগুলোতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মূলত বাচ্চাদের মন থেকে ভূতের ভয় তাড়ানোর জন্যই এই আয়োজন হয়ে থাকে।

মিষ্টি কুমড়াকে ভেবে নেয়া হয় ভূতের স্বরূপ হিসেবে। তাই এদিন ঘরে আনা হয় বড় বড় মিষ্টি কুমড়া। এগুলো বিভিন্নভাবে সাজিয়ে রাখা হয় । নিইউয়র্কে ‘হ্যালোইন ডে’ উপলড়্গে স্কুলের ছেলেমেয়রা প্রত্যেকে ভূতের পোশাক পরে স্কুলে যায়। দৈত্য-দানবের ছবিযুক্ত পোশাক এবং বিভিন্ন রকমের ভৌতিক মুখোশ পরে বাচ্চারা স্কুলে যায়।

গতকাল ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে স্কুলে স্কুলে ‘হ্যালোইন পার্টি’। এ উপলক্ষে মিষ্টি কুমড়োর চারপাশে মোমবাতি জ্বালানো হয়। স্কুলে বাচ্চাদের দেয়া হয় দামি দামি চকলেট। তাছাড়া কিছু কিছু দোকান ও বাড়ির প্রবেশ মুখে হ্যালোইন ডে উপলক্ষে বড় বড় দৈত্য-দানবের ম্যুরাল রাখা হয় এবং আলাদাভাবে সাজানো হয়। বাচ্চারা এসব দোকান ও বাড়িতে প্রবেশ করে ইচ্ছেমতো ফ্রি চকলেট নিয়ে আসে।

আবার একটি অংশ ‘ভূত আছে’ এই বিশ্বাস থেকে ‘হ্যালোইন ডে’ পালন করে। তারা ভূতকে বশে আনার জন্য এসব কর্মসূচি পালন করে। তারা দোকানে ও বাড়িতে কৃত্রিম মাকড়সার জাল, মাকড়সা এসব রাখে। বিগত বছর গুলোর মত যথারীতি হ্যালোইন ডে পালন করা হয়েছে যথেষ্ট আগ্রহ ও উৎসাহের সাথে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।