আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যতা নিঃশব্দে হাঁটে একা

আহসান জামান

কেবল ডাকে গহীনে, নিঃশব্দে চূড়। কে কাঁদে দূরে? পাখির পালক খসে পড়ে। গতরাতে শুনেছি কার কান্না কী এক মোহন সুর প্রবল-বাতাসে। উড়ে গেছে কবেকার সোহাগ। পাথর-নুড়ির দেশ - যন্ত্র চালিত জীবন ভোঁতা তাই মানবিক অনুভূতি।

ঝিঁ ঝিঁ পোকার ডাক সেই কবেকার শৈশব তবু এতো আপন মনে হয় আজ। কেউ কেউ পড়াতে বসেছেন বনে গাছের সবুজ; পায় নি টের, বাজে হলুদের শেষ গান। কোন ঋতু আজ? নিরিবিলি শূন্যতা ডাকে। একি! শীতের আকুতি? বৃক্ষ-বাকলের ভাঁজে ভাঁজে স্মৃতি। যে যুবক গাছের গায়ে লিখেছিলো প্রিয়তমার নাম তার মুখ কেবলই হলুদ; সেও কী ঝরে যাবে আজ! চারিদিকে বেদনার রং, ম্লান চোখের মিনতী।

কেবল কূয়োতলায় ভীড় - অকাতরে সমালোচনা করে বিস্তর। চাঁদের কষ্ট নিভাতে ভেসে আসে এক রাশ মেঘ। প্রবল বাতাসে ওড়ে অই উড়োজাহাজ। কষ্টরা করে আয়োজন; শূন্যতা নিঃশব্দে হাঁটে একা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।