আমাদের কথা খুঁজে নিন

   

ইদানিং স্বপ্নেরা

তোমার অস্তিত্বে সন্দিহান, তবু্ও সদাই তোমায় খুঁজি

স্বপ্নগুলোর পাখা গজিয়েছে উদ্বায়ী জলকণার মতই আকাশ ছুতে চায় ছেড়ে যেতে চায় সীমানা প্রাচীর। বড় বেপরোয়া আজকাল স্বপ্নেরা; শত বৎসরের মৃত জরায়ুতে শুনাতে চায় জন্মের আর্তনাদ মুত্যুর প্রতিক্ষারত বৃদ্ধের নত নেত্রে ফিরিয়ে আনতে চায় কিশোরের উদ্বেগহীন উচ্ছৃংখলতা। স্বপ্নেরা আজকাল অতিমাত্রায় বেয়াড়া; চলমান পৃথিবীর নিয়মে নয় মুক্তবাজার অর্থনীতির ধাঁচে নয় জ্যামিতিক, গাণিতিক, ভৌতবিজ্ঞানের সরল পথে নয় চালিত হতে চায় শুধুমাত্র নিজের নিয়মে। স্বপ্নদের এই অযাচিত আস্ফালনে সংশ্লিষ্ট শুভাকাংখীদের মত আমি নিজেও শংকিত। ভয়ে থাকি, কখননা অবাধ্য স্বপ্নের জন্মদাতা হিসেবে বুকের উপর চেপে বসেন তথাকথিত জনগণের সরকার; যদিও আপামর জনসাধারণ থেকে মহামান্য সরকারের হর্তাকর্তারাও জানেন- স্বপ্নগুলোর উপর জন্মদাতার এখন আর কোন নিয়ন্ত্রণ নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।