আমাদের কথা খুঁজে নিন

   

স্বাগতম প্রথম আলো ব্লগ এবং অনাগত ভবিষ্যত !!

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

বেশ কিছুদিন আগে বাংলা ব্লগের ভবিষ্যত নিয়ে আমি একটি পোস্ট দিয়ে সংশয় প্রকাশ করেছিলাম । বাংলা ব্লগিং শেষ পর্যন্ত আবার বিভিন্ন ফোরামের চ্যাটরুমে পরিণত হয় কি না । বলা যায় না আসরা যে রকম হুজুগে তা হতে কতোক্ষণ ।

তবে তা না হয়ে খুব ভালো সম্ভবনাময় খাতও হতে পারে । বাংলা ব্লগিং জগতে নতুন আরেকটি ব্লগ 'প্রথম আলো ব্লগ' পরীক্ষামুলক ভাবে চলতে শুরু করেছে । প্রথম আলো ব্লগকে স্বাগতম জানাই । বাংলা ব্লগের বয়স সব মিলিয়ে তিন বছর । এর মাঝে প্রথম দেড়-দুইবছর বলা যায় একটি ব্লগ সামহোয়্যার শুধু ছিল ।

এরপর এলো সচলায়তন , তারপর বেশ কিছুদিন পর এলো আমার ব্লগ । এর বাইরেও বেশ কিছু উদ্যোগ আছে যা উল্লেখযোগ্য নয় । যার সব গুলোই ছিল বলা যায় কয়েকজন মানুষের সম্মন্বিত উদ্যোগ । সেই অর্থে কোন প্রাতিষ্ঠানিক উদ্যোগ নয় । যা কিছু ভালো আমরা দেখে আসছি তার সাথেই প্রথম আলো ।

সেটা স্কুল বির্তক হোক কিংবা সদর আলী ইউনিয়নের আম্বিয়া বেগমকে জুতা মেরে গরু দানই হোক আছে প্রথম আলো । বাংলাব্লগিং যখন সম্ভাবনাময় হয়ে উঠেছে তখন এরকম আরো বেশ কিছু উদ্যোগ আসবে সেটা স্বাভাবিক । একটা সম্ভাবনাময় বিনিয়োগ হিসেবেই প্রথম আলো ব্লগের যাতা শুরু । এতোদিনের আবেগ-ভালোবাসার সাথে যুক্ত হলো বাণিজ্য । খালি পেটে কতোক্ষণ কবিতা লেকা যায় বলুন , তাই প্রথম আলোর মতন কর্পোরেটের বাংলা ব্লগিং এর সাথে যুক্ত হওয়া বলা যায় শুভ সংবাদ ।

বাণিজ্যকে প্রসারিত করতে এরপর আমরা বাংলাব্লগিং এখন কিছু নতুন ডায়মেনশন পাবো । প্রথম আলো কর্পোরেট এর উদ্যোগেই শুরু হবে । তেতুঁলিয়ার মোকসেদপুর গ্রামের জুলেখা খাতুন বন্ধুসভার উদ্যোগ আয়োজিত কর্মশালায় অংশ নিয়ে লেপটপ দিয়ে ব্লগিং করছেন । সারা দেশের ঘরে ঘরে ব্লগার উৎপাদন শুরু হবে । আর প্রতি পত্রিকা অফিসে অফিসে নতুন একটি পদ যুক্ত হতে যাচ্ছে ব্লগ সম্পাদক ।

তাই ব্লগাররা তৈরী থাকুন । চাকুরী রেডি!! যা কিছু ভালো তার সাথেই প্রথম আলো , গুঁড়ের মাছি প্রথম আলো । আশাকরি শুরুতেই এই বদনামটা থেকে মুক্ত হবে প্রথম আলো ব্লগ এবং যা কিছু ভালো এবং মন্দ তার সাথেই থাকুক প্রথম আলো ব্লগের দ্বন্দ্ব , বিষয়টা এমন হবে । প্রথম ব্লগ যেন ভালো-মন্দ সবকিছুর সাথে সম্পৃক্ত থাকে । ভালো-মন্দ যাই আসুক সত্যকে লও সহজে ।

এমন দুই একটি ভয়ংকর খারাপ বিষয় ছাড়া বাকি সব কিছুই শুভ । বাণিজ্য ছিল , আছে , থাকবে । স্রেফ সস্তা বাণিজ্যের চিন্তা বাদ দিলেই কিন্তু দৃষ্টিকটু থাকে না । আর সবচেয়ে আশাবাদী হবার বিষয় যেটা , ব্লগাররা এখন স্বনামে পরিচিত । সেটা সামুতেই হোক সচুতেই হোক আমু বা আলুতেই হোক ।

এখন সময় বাংলাব্লগিং করে আয় শুরু করা । তা আশা করছি দ্রত শুরু হবে । শুভ যাত্রা হোক প্রথম আলো ব্লগের । শুভ ব্লগিং ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।