আমাদের কথা খুঁজে নিন

   

পরথম-আলু পড়া বাদ দিয়া দিব নাকি?



ইনভাইটেশন কোড সহ যদি মতি সাইবের বোলগে জয়েন করতে হয় তাইলে কি উনি আমার একটা কোশ্চেনএর উত্তর দিবেন... পরথম-আলু কিনার সময় উনার হকাররা কি জিগ্গাসা করে যে "আপনি কি বিশিষ্ট বুধ্‌ধীজীবি টাইপের কেউ, তাইলে [কেবল তাইলেই] আপনি পেপার কিনতে পারবেন"। পেপার বেচার সময় ভালো ভালো টাইপের কথা [তখন কে বিএমপি, আমিলিক, জমাত অথবা নিতান্ত অশিক্ষিত এইটা মনে থাকে না!!!!!!!!!!] আর নেট-এ ব্লগ এ উনার বা উনার চামচাদের ইনভাইটেশন লাগবে এইটা কেমন কথা? যারা উনার বা উনার চামচাদের পরিচিত নয় তারা সবাই ফালতু লোক হয়ে গেল নাকি? কেউ কেউ বলবেন যে ব্লগএ ফালতু লোকের সমাগম এড়াইতে এই উদ্দোগ, আমার সবিনয় প্রশ্ন, এই সিস্টেম যে ভালো হবে তার গ্যারান্টি কে দিবে? তার চেয়ে জয়েন করার পরে ফিল্টারিং সিস্টেমটা ভালো করলেই কি ভালো হতো না? নাকি পরথম-আলু গ্রুপ নিজেদের জি-মেইল এর মতো বিরাট কিছু মনে করতাছে? তাইলে তো ৮/১০ টাকা দিয়া কিন্না পরথম-আলু পড়া বাদ দিয়া দিতে হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।