আমাদের কথা খুঁজে নিন

   

গর্বিত আমি, বাংলা আমার ভাষা

blogger.raat AT gmail DOT com

আমার কর্মক্ষেত্রে আমরা ৫ টি দেশের নাগরিক কাজ করতাম; আমি বাংলাদেশি, শ্রীলংকান, ফিলিপিন, ভারতিয় এবং মিশরিয়। একদিন কথা হচ্ছিল ইংলিশ-এর সাথে নিজেদের ভাষা মিলিয়া কথা বলার প্রবনতা নিয়ে। কথা উঠতেই আমি আর শ্রীলংকান বেশ আগ্রহ সহকারে আলাপ চালিয়ে যেতে থাকলাম। শ্রীলংকাতে সিংহলী আর ইংরেজি মিশিয়ে কথা বললে সেটাকে বলে সিংলিশ, ঠিক আমাদেরটা যেমন বাংলিশ। শ্রীলংকাতেও উঠতি বয়সের ছেলে মেয়েদের মধ্যে এর প্রবনতা বেশি দেখা যায়, বিভিন্ন গানের আর ঝাকানাকা টিভি অনুষ্টানে এর প্রবনতা বেশি দেখা যায়।

আমিও বললাম আমাদের বাংলিশদের কথা। কথা চলতে চলতে আমি বলতে লাগলাম "পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রান দিয়েছে" সাথে সাথে আমি লক্ষ্য করলাম অফিসের অন্য সাবার দৃষ্টি আমার কথার প্রতি। মটামুটি একটা ছোট খাট লেকচার দিয়ে ফেললাম, সবাই-ই বেশ আগ্রহ সহকারে আর অবাক হয়ে শুনছিল। সত্যিই আমাদের সম্মানিত ভাষা সৈনিকেরা আমাদের জন্য একটি শ্রুতিমধুর, সহজ, সুন্দর ভাষাই শুধু দিয়ে জাননি। উনাদের মহান উৎসর্গকৃত জীবন আমাদেরকে গর্ব করে বলার মতও কিছু দিয়ে গেছেন।

আশুননা আমরা সবাই বাংলা ভাষায় সঠিক ব্যাবহারের প্রতি সর্তক এবং সচেষ্ট হই। শুধু আমরাই না আমাদের ছোট ভাই, বোনেদেরকেও শিখান উচিৎ সঠিক বাংলা, সঠিক বাংলার ব্যাবহার। কিন্তু কিছু কিছু বিষয় দেখলে নিজেই নিজের কাছে প্রশ্নবিদ্ধ হই। যেমন "বাংলা একাডেমি", একাডেমি শব্দটার কি বাংলা প্রতিশব্দ নাই নাকি "বাংলা একাডেমি" এর নামকরনের অন্য কোন কারন আছে? যেটা আমি জানি না। "বাংলা একাডেমি" নামটা কি "বাংলা শিক্ষালয়" কিংবা "বাংলা গবেষনা কেন্দ্র" হতে পারত না।

এটা সম্পূর্নই আমার অতি ক্ষুদ্র জ্ঞানের একটি চিন্তা মাত্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।