আমাদের কথা খুঁজে নিন

   

গর্বিত স্যান্ড্রা

হাফিংটন পোস্ট জানিয়েছে,  প্রথম পর্যায়ে ‘গ্র্যাভিটি’তে অভিনয় করতে চাননি স্যান্ড্রা। কারণ তার আশঙ্কা ছিল, নতুন একটি সিনেমায় কাজ করতে গেলে নিজের তিন বছর বয়সী ছেলে লুইসের সঙ্গে সময় কাটাতে পারবেন না তিনি।
এজন্য নির্মাতা আলফনসো কুয়ারনকে তিনি বলেছিলেন সিনেমাটিতে অভিনয় করা সম্ভব হবে না তার পক্ষে। আর তাই পরবর্তীতে আলফনসো স্যান্ড্রাকে সিনেমার সেটে তার ছেলেকে নিয়ে আসার সুযোগ করে দেন।
স্যান্ড্রা এ বিষয়ে বলেন, “আমি খুবই আনন্দিত কারণ আলফনসোর মতো একজন মানুষের সঙ্গে আমি কাজ করতে পেরেছি।

লুইসের জন্য এটি খুবই ভালো হয়েছে। সবারই সন্তান আছে এবং সবাই বোঝে সন্তানের মূল্য কী। আর তাই তারা যখন আমাকে জিজ্ঞেস করল, ‘যদি লুইসের জন্য এখানেই একটি ভালো ব্যবস্থা করা যায়, তবে কেমন হবে?’ আমি বললাম, ‘ভালোই হবে’। ”
‘গ্র্যাভিটি’ সিনেমায় স্যান্ড্রার সঙ্গে আরও অভিনয় করেছেন জর্জ ক্লুনি। সিনেমাটি আমেরিকা এবং কানাডায় মুক্তি পাবে ৪ অক্টোবর।


‘দ্য ব্লাই- সাইড’ সিনেমায় অভিনয়ের জন্য ক্যারিয়ারের প্রথম অস্কার জেতেন স্যান্ড্রা। অনেকেই আশা করছেন ‘গ্র্যাভিটি’তে অভিনয় আরও একটি অস্কার যোগ করবে তার ঝুলিতে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।