আমাদের কথা খুঁজে নিন

   

তুষারাবৃত শ্বেত পৃথিবী - স্মৃতিতে স্থান করে নেয়া একটি অনুভূতি

আস সালাম - আপনার উপর শান্তি বর্ষিত হোক

সময়টা ছিল ৯৫ সাল। সম্ভবত নভেম্বর মাস। আমার এই সকালটা ছিল আর দশটা সকালের চেয়ে কিছুটা আলাদা। ক্লাসে যাবার জন্য ঘরের বার হয়েই দেখি পুরো পৃথিবী সাদা হয়ে আছে বরফে, এক শুভ্র পৃথিবী, মলিনতা যেন তাকে কখনই স্পর্শ করে নি। যেদিকে তাকাই সেদিকই বরফাবৃত।

এক অদ্ভূত অনুভূতি আমাকে ছেয়ে গেল। বিষ্ময়ই শুধু নয়, বরং সে অনুভূতিতে মিশ্রিত ছিল খানিকটা ভাল লাগাও। আমার অবাক করা সেদিনের অনুভূতি স্ন্যাপশট হয়ে ঠাই করে নিল স্মৃতির কোঠায়। সেই আমার বরফ দেখার প্রথম অনুভূতি। এরপরে আরে শীত এসেছে।

প্রতিবারই বরফ পড়েছে। স্কিডিং, বরফে গাড়ী আটকে যাবার ভয়াবহ অভিজ্ঞতাও হয়েছে। বরফের রাস্তায় স্কিডিং এ গাড়ী ঘুরে যায় নিজের মত করে। ড্রাইভারের নিয়ন্ত্রন থাকে না। ভয়ংকর সে অভিজ্ঞতা জীবনে একবারই যথেষ্ঠ।

বরফের চাই এর মাঝখানে গাড়ী নিয়ে বসে অসহায় আমি - এরকম কতই তো হল। পশ্চিমের শীতের রাস্তায় তো এসব অতি সাধারন কিছু ঘটনা। এই সব সত্ত্বেও আমি বরফকে ভালবাসি। ভালবাসি এই পাতাশূন্য গাছের শীতকে। তাই এবারেও শীতকে জানাই স্বাগতম।

(এই পোস্ট টি মডারেটেড নয়)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।