আমাদের কথা খুঁজে নিন

   

সিম কার্ড ব্যাকআপ



[]সেলফোন ছাড়া আজ আমরা একদিন ও চলতে পারি না । আর এই মুঠোফোন যেন আমাদের যাদু করে রেখেছে সবাইকে । আর এই শখের ফোন যদি হারিয়ে যায় তাহলে তো কথায় নেই। আর ঠিক সেই মুহুর্ত এ ফোনসেট এর থেকে সিম কার্ড এর জন্য মায়া একটু বেশী লাগে,কারন প্রিয়জন এর নাম্বার পাওয়া কষ্টসাধ্য ব্যাপার । আর আমরা ইচ্চা করলেই কপি করে রাখতে পারবো সেলফোন এর নাম্বার।

এই লিংক এ কিল্ক করুন। তারপর সাইন আপ হয়ে লগ ইন করুন। এরপর Sync তে কিল্ক করুন। সেটআপ ফোন এ কিল্ক করুন। এরপর আপনার ফোন মডেল,অপারেটর, দেশ সিলেক্ট করে কনফিগারেশন মেসেজ সেন্ড করুন।

আপনার মোবাইলে ZYB থেকে মেসেজ এলে ১২৩৪ পিন দি্যে সেভ করুন। এরপর আপনার মোবাইল ফোনে গিয়ে নিচের ধাপগুলো অনুসরন করুন........ 1. Menu, choose Organiser, select Sync, then Server sync and then Synchronize. 2. Press Yes to start sync. 3. If your mobile asks you what data to sync, please select Contacts and Calendar and press Done when you have marked the data you wish to sync. ব্যস আপনার ফোন এর সব নাম্বার ব্যাকআপ হিসেবে থেকে গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।