আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ এক্সপি-তে কত কিছু লুকিয়ে?

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ

১৯৯৮ সালের কথা। একদিন রাতে কিবোর্ড নষ্ট হয়ে গেল। খুব দরকারী কিছু কাজ ছিলো.. করা হলো না। পরেরদিনই কিবোর্ড কিনে এনে এর একটা বিহিত করতে বসে গেলাম। নতুন নতুন প্রোগ্রামিং শিখছি তখন।

জোসই আলাদা। বানিয়ে ফেললাম ভার্চুয়াল কিবোর্ড। পরে অবশ্য সেটা আমার নিজের কাজে না আসলেও বন্ধু বান্ধবদের দেখিয়ে একটু ভাব নেয়া গিয়েছিলো। যাই হোক, উইন্ডোজ এক্সপি বা ২০০০ আসার পর দেখলাম একটা ভার্চুয়াল কিবোর্ড যুক্ত করা হয়েছে। মজার বিষয় হচ্ছে অনেকেই এই কিবোর্ডটার সাথে পরিচিত নন।

রান এ গিয়ে osk টাইপ করে ওকে করুন.. চলে আসবে অন স্ক্রিন কিবোর্ড। উইন্ডোজে লুকিয়ে থাকা এরকম এক ঝাঁক টুলের খোঁজ দিতে চেষ্টা করবো। 1) Character Map = charmap.exe 2) Disk Cleanup = cleanmgr.exe 3) Clipboard Viewer = clipbrd.exe (view contents of Windows clipboard) 4) Dr Watson = drwtsn32.exe (Troubleshooting tool) 5) DirectX diagnosis = dxdiag.exe (Diagnose & test DirectX, video & sound cards) 6) Private character editor = eudcedit.exe ( creation or modification of characters) 7) IExpress Wizard = iexpress.exe (Create self-extracting / self-installing package) 8)Microsoft Synchronization Manager = mobsync.exe ( allows synchronization of files on the network for working offline. UNDOCUMENTED). 9) Windows Media Player 5.1 = mplay32.exe (Retro version of Media Player, very basic). 10) ODBC Data Source Administrator = odbcad32.exe 11) Object Packager = packager.exe ( packaging objects for insertion in files, has comprehensive help files). 12) System Monitor = perfmon.exe ( Everything you ever wanted to know about any aspect of PC performance ) 13) Program Manager = progman.exe (Legacy Windows 3.x desktop shell, I use this when I don't want other people messing with my machine...). 14) Remote Access phone book = rasphone.exe 15) Registry Editor = regedt32.exe [also regedit.exe] (for hacking the Windows Registry). 16) Network shared folder wizard = shrpubw.exe (creates shared folders on network). 17) File siganture verification tool = sigverif.exe 18) Volume Contro = sndvol32.exe (Just in case you've lost it from your tray). 19) System Configuration Editor = sysedit.exe (modify System.ini & Win.ini just like in Win98! ). 20) Syskey = syskey.exe (Secures XP Account database - BE CAREFUL.. appears to encrypt all passwords...UNDOCUMENTED). 21) Microsoft Telnet Client = telnet.exe 22) Driver Verifier Manager = verifier.exe ( utility for monitoring the actions of drivers ?( useful if having driver problems? UNDOCUMENTED). 23) Windows for Workgroups Chat = winchat.exe ( old NT utility to allow chat sessions over a LAN, some help files available). 24) "Microsoft System Configuration Utility" or simply "MSCONFIG." Designed to help you troubleshoot problems with your computer, MSCONFIG can also be used to ensure that your computer boots faster and crashes less. টুলগুলো ওপেন করতে হলে স্টার মেনু থেকে রান কমান্ডে গিয়ে টাইপ করতে হবে। (উইন্ডোজ কী চেপে ধরে R বাটন চাপলে রান ওপেন হবে। )


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.