আমাদের কথা খুঁজে নিন

   

ঠিক বলেছ..... (অর্ণব)

মানুষ তো না... আমি জানোয়ার... মানুষ যেদিন হব ফিরে আসব সেইদিন...

ঠিক বলেছ_ এই আমি তো বোকা বামুন ছেলে ঠিক বলেছ_ দিন করি পার শুধু হেসে খেলে। ঠিক বলেছ_ হয়নি দেখা চীনের বড় দেয়াল, তোমায় দেখে আর কিছুতে হয়নি আমার খেয়াল! আমি বলি হাত বাড়িয়ে যাব না হয় জেলে.... হাত বাড়াতে ইচ্ছে হবে চাঁদের দেখা পেলে। আমি বলি হাত বাড়িয়ে যাব না হয় জেলে.... বোকা মানুষ হাত বাড়াবে চাঁদের দেখা পেলে। ঠিক বলেছ_ আগুন নিয়ে দিনে রাতে খেলি ঠিক বলেছ_ বোকা আমি ভুল যে করে ফেলি। ঠিক বলেছ_ আকাশ-পাতাল অনেকখানি দূরে- পাতাল থেকে স্বপ্ন গুলো যাবে আস্তাকুঁড়ে। হতে পারে তোমার কথাই ঠিক যে পুরোপুরি; তবু আমি তোমায় নিয়ে স্বপ্ন ডানায় উড়ি!! ঠিক বলেছ _বামুন হয়ে চাঁদকে ছোঁয়া বারণ ঠিক বলেছ_ এসব বলার নেই যে কোন কারণ! ঠিক বলেছ_ তবু তুমি ভুল ধরিয়ে দিচ্ছ.... ঠিক বলারই ছুতোয় কি আজ ভালবাসা নিচ্ছ.... আমি আগে কখনো গান পোস্ট করিনি.... বলা যায় এটা একটা পরীক্ষামূলক পোস্ট... ভুল হলে ক্ষমা চাই... অর্ণবের গাওয়া খেয়াল অ্যালবামের এই গানটি শুনতে হলে.. Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।