আমাদের কথা খুঁজে নিন

   

আমি চুপ হয়ে হুম হুম করছিলাম

জনতার সংগ্রাম চলবেই সারাদিন তান্ডব চালানোর পর ভেবেছিলাম সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা শান্ত হতে দিবে। সেটা ভেবেই নিউমার্কেটের উদ্দেশ্যে বের হয়েছিলাম। রিকসা করে দেওয়ানহাট মোড়ে যাওয়া মাত্রই শুনলাম কাছেই গাড়ি পোড়াচ্ছে জামায়াত। কিছুক্ষন দারিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলাম। সবার মাঝেই ভয়াবহ আতংক।

হঠাৎ করে সবাই দৌড়ানো আরম্ভ করল। আমিও কিছুনা বুঝে যেদিক থেকে এসেছি সেদিকে নিশ্বাস বন্ধ করে ভো দৌড় দিলাম। কিছুক্ষন দৌড়ানোর পর থামলাম। পুলিশে নাকি দৌড়ানি দিয়েছে জামাতকে আর জামাতের দৌড় দেখেআশে পাশের পাবলিকও দৌড়াচ্ছে। গোল্লাছুটের কথা মনে পরে গেল।

ছোটবেলায়ে কত খেলেছি..আহা। একজনের পিছনে আরেকজনের কি দৌড়। বড় হয়েও খেললাম আজকে, জামাতের সাথে। কি মজা, কি মজা। যাইহোক, রিকসা না পেয়ে হেটেই রওনা দিলাম বাসার দিকে।

হাঠতে হাঠতে এক পথচারীর সাথে কথা হচ্ছে। কথা শুনে বুঝলাম হয় ইনি মেড বাই নোয়াখালী নয়তো ফেনী। উনি আমাকে বলছেন... জিগা দেশের বাইরে হিগারে হাসি(ফাশি) দিসে আর জিগা আতের(হাতের) কাসে হিগারে যাবজ্জীবন। মানুষ কি বেকুব নি? বাঙ্গালী এহন আর ফানতা বাত খায় না, গরম করি খায়। দেশে কি এহন গনতন্ত্র চলেন্নি?? চলের তো রাজতন্ত্র? (হয়তো পরিবার তন্ত্র বলতে চেয়েছেন) ।

.ওগ্গারে যাবজ্জীবন দিয়াই এই অবস্তা, আাসলগুনতো রই গেসে,হেগুনতো এক্কেরে আজরাঈল। আমি চুপ হয়ে হুম হুম করছিলাম। মনে মনে বলছিলাম, জ্বী ভাই আসলেই আজরাঈল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।