আমাদের কথা খুঁজে নিন

   

অভিনন্দন.................. “চুপ থাকো”......।

চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় প্রাথমিক স্কুল ছাড়তে বাধ্য হয়েছিল ছেলেটি। এরপর মাঠে গবাদি পশু চরানোই ছিল তার কাজ, ক্ষুধার জ্বালায় খেয়েছে গাছের বাকল, আগাছা। সেই ছেলেটিই এ বছরের সাহিত্যে নোবেল বিজয়ী মো ইয়েন। ‘রেড সোরঘাম’ উপন্যাসের লেখক ৫৭ বছর বয়সী ইয়েন বলেছেন, “একাকীত্ব ও ক্ষুধার ভাগ্য বরণ করেই আমার এ সৃষ্টি। ” তিনিই চীনের প্রথম ব্যক্তি যিনি সাহিত্যে কোন পুরস্কার পেলেন।

মো ইয়েন লেখকের ছদ্মনাম, চীনা ভাষায় যার অর্থ “চুপ থাকো”। ‘বিগ ব্রেস্টস এন্ড ওয়াইড হিপস’ ও ‘দ্য রিপাবলিক অব ওয়াইন’ শিরোনমে বই লেখা এই লেখকের বেশ কয়েকটি গ্রন্থ নিষিদ্ধ হয়েছে। 'রেড সোরঘাম' উপন্যাসে ইয়েন চীনে কমিউনিস্ট শাসনের শুরুর দিনগুলোতে কৃষকদের দুর্দশা তুলে ধরেছেন। এ নিয়ে ছবিও নির্মাণ করেছেন অস্কার-মনোনীত পরিচালক ঝাং ইমোউ। অভিনন্দন.................. “চুপ থাকো”।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.