আমাদের কথা খুঁজে নিন

   

কিছু ফারসি শব্দ

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ

আমার একটা লক্ষ্য আছে। বাংলা শব্দভান্ডারটিকে আমি যদ্দুর পারি পরখ করে দেখব। এ শব্দভান্ডার আমার অমূল্য সম্পদ; এ আমি জন্মসূত্রে পেয়েছি।

একে আমি অগ্রাহ্য করি কী ভাবে বলুন? যদিও স্বীকার করছি- আমি প্রতিদিন প্রচুর ভুল বানান লিখি; অসচেতন হয়ে অজস্র ভুল বাক্যও লিখি। তবুও আমার একটা লক্ষ্য আছে: বাংলা শব্দভান্ডারটিকে যদ্দুর পারি পরখ করে দেখার। আর আপনাদের আমি আমার এই লক্ষের সাক্ষী করে রাখলাম। আজকের শব্দগুলি সবই ফারসি শব্দ। বারদরিয়া - open sea; ফরজন্দ - সন্তান; বংশধর।

বিয়াবান - শূন্য ময়দান; মরুভূমি। গওহর - মূল্যবান মোতিবিশেষ। gem; তাবা-ধ্বংস; বিধস্ত। ক্রমশ তথ্যসূত্র: বাংলা ভাষায় আরবী র্ফাসী তুর্কী হিন্দী উর্দু শব্দের অভিধান সংকলন ও সম্পাদনা করেছে কাজী রফিকুল হক। বইটি প্রকাশিত হয়েছে বাংলা একাডেমী থেকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।