আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতের গঠনতন্ত্র বদল ও সমসাময়িক সংশয়

বিশ্বাস বদলের সময়ে স্বাগতম।

প্রথম আলো পত্রিকায় "জামায়াতের গঠনতন্ত্র বদল" শিরোনামের লেখাটি পড়লাম। Click This Link জামায়াতের গঠনতন্ত্র বদল অনেক বেশি অপ্রত্যাশিত মনে হয়েছিল। আপাতত দৃষ্টিতে অনেক মৌলবাদী কনসেপ্সান বাদ হয়েছে মনে হলেও কোথায় যেন একটা কিছু একটা মনে হচ্ছে। জরুরী আইনের মাঝে লালনের ভাস্কর্য বিরোধী জামাতিদের মিছিল দেখা গেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়েও জামাতের ছাত্র সংগঠন শিবির ও তাদের দোসরদের ভাংচুরের ঘটনা এখনো টাটকা। নাকি, জামাতয়াতের গঠনতন্ত্র বদলের মাধ্যমে নতুন মোড়কে সেই পুরোনো কালসাপকে এবার রাজনীতিতে সুষমভাবে বন্টন করে দেওয়া হলো, বুঝলাম না? মানে, এখন চক্ষু লজ্জা করে যারা আগে জামায়াত পছন্দ না করার ভাব করতেন, তাদের এখন আর মিথ্যার আশ্রয় নিতে হবে। নারী নেতৃত্বের প্রচন্ড বিরোধী এই দলটি এখন ২০২০ সালের মাঝে ৩৩ শতাংশ নারী সদস্য সম্পৃক্ত করার ঘোষণা দিয়েছে। যদিও প্রশ্ন থাকে, তাদের মাঝে কয়জন নারী নেতৃত্ব দেবেন? গনতন্ত্রের মাঝে থেকে মৌলবাদী চিন্তাধারায় এখন জামায়াত অনেক বেশি হাইব্রিড হয়ে যাবে। এতে, মৌলবাদীত্ব আরো ফুলে ফেঁপে বেড়ে যাবার সম্ভাবনা থাকে।

আমাদের মতো সাধারণ মানুষদের আরো বেশি সাবধান থাকতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.