আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার দুরনিয়ন্ত্রণঃ ........ ধরি মাছ , না ছুঁই পানি!!!- নাক গলানোর সফ্টওয়্যার



কম কথায় শুরু করি। আপনি অফিসে কিন্তু ছোট ভাই বাসায় কম্পিউটারে কি করতাছে দেখবার চান? Access Remote PC 4.4 এই সফ্টওয়্যার দিয়ে আপনি নেটওয়ার্ক অথবা ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে- দুরের যেকোন পিসি ফুল একসেস করতে পারবেন। মানে ঐ দূরের পিসি টির মাউস ও কী বোর্ড আপনি নিজের পূর্ণ নিয়ন্ত্রনে নিয়ে একজন সাধারণ ইউজারের মতো সেই পিসিটিতে সব ধরণের কাজ করতে পারবেন। এমনকি শাট ডাউন পর্যন্ত। খালি মনে রাখতে হবে 'নেট কানেকশন' বা আই পি বদলে যায় এমন কিছু করলে হয়তো যোগাযোগ ছিন্ন হয়ে যাবে।

কারো কম্পিউটারের ট্রাবলস্যুট করার জন্য এটি খুব জরুরী একটি সফ্টওয়্যার। যে সব কম্পিউটারকে আপনি এই সুবিধার মধ্যে আনতে চান তাদের সবকয়টাতে এই সফটওয়্যারটি ইন্সটল করতে হবে। ইনস্টলেশনের বিস্তারিত দিলাম না, খুব সহজ দেখে। হোম পেজ এ আরো বিস্তারিত জানতে পারবেন। এর সুবিধা হলো।

ছোট সাইজ, খুব বেশী মেমোরী নেয়না, ইউজার ফ্রেন্ডলি এবং ফ্রি!!!! এধরনের আরো কিছু সফটওয়্যারের ভেতরে আছে- pcanywhere, gotomypc ইত্যাদি-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.