আমাদের কথা খুঁজে নিন

   

এইটা একটা বিশ্ব রেকর্ড, নিঃসন্দেহে....

যুদ্ধাপরাধীর বিচার ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবী করছি

বি ডি নিউজ ২৪ এর খবর - একটি প্যান বসাতে ১২২ জন শ্রমিক! খুলনা টেলিযোগাযোগ অঞ্চলের বাথরুমে একটি প্যান বসাতে ১২২ জন শ্রমিককে কাজে লাগানো হয়েছিল! দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানে দেখা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই কাজের জন্য ১২২ জন শ্রমিকের মজুরি বাবদ অর্থ তুলেছেন। দূর্নীতিতে পরপর ৫ বার চ্যাম্পিয়ন হওয়া যে কত কঠিন - এই খবর দেখলেই ধারনা করা যায়। ১২২ জন শ্রমিক, একজন পরিদর্শক, একজন ইঞ্জিনিয়ার মিলে একটা প্যান বসানো সত্যই জটিল কাজ বটে। আর সেই কাজ যাদের নেতৃত্বে সম্পন্ন হয়েছে - তাদের কয়েকজনকে কয়েকমাস জেলে থাকতে হয়েছে বটে - কিন্তু সেখানেও তারা একটা সিস্সটেম করে পুরো পিজি হাসপাতালকে পাঁচতারা হোটেল বানিয়ে ফেলেছে। দারুন এক করিৎকর্মা দেশ আর তার প্রশাসন। বিস্তারিত এখানে - Click This Link - টয়লেটের জন্যে এতো বিশাল প্যান বোধ হয় পৃথিবীতে এই প্রথম। আসুন, গিনেস বুকে এই প্যানের রেকর্ড ভুক্তির দাবী জানাই। (ছবি - ডেইলি স্টার)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।