আমাদের কথা খুঁজে নিন

   

"বিনামেঘে বজ্রপাত"

"হার্টলেছ"

আমি একটা সরকারী সেবামূলক প্রতিষ্ঠানে কাজ করি। আমাদের প্রতিষ্ঠানের কাজ হলো সরকারী স্থাপনা তৈরী এবং রক্ষনাবেক্ষন। যাকে বলে গণপূর্ত। যাই হোক গত মাসের ২৫ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আমাদের অফিস থেকে ৫ টা টেন্ডার আহব্বান করি। এক একটা টেন্ডার সিডিউল ২০০ পৃষ্ঠার উপরে (ম্যাক্সিমাম কাজ হলো কাট, কপি এ্যান্ড পেষ্ট)।

পত্রিকার পাশাপাশি কোন টেন্ডার ভ্যালূ ১ কোটি টাকার উপরে হলে টেন্ডার নোটিশটি সি.পি.টি.ইউ. (সেন্ট্রাল প্রক্রিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট), প্লানিং কমিশন, শেরে বাংলা নগর ঢাকার ওয়েব সাইটে (http://www.cptu.gov.bd) প্রকাশের জন্য সিডি করে তাদের অফিসে পাঠাতে হয়। একই ভাবে নোটিশটি আমাদের নিজস্ব অধিদপ্তরের ওয়েব সাইটে (http://www.pwd.gov.bd) প্রকাশের জন্য পাঠাতে হয়। যাই হোক গত ৩০/০৯/২০০৮ তারিখে টেন্ডার সমূহের সমস্ত কাজ শেষ করে ৫টি টেন্ডারের নোটিশ সিডিতে রাইট করে (প্রতিটি ২টি) দুইজায়গায় পাঠাই। সি.পি.টি.ইউ. সাথে সাথে তাদের সাইটে নোটিশগুলি প্রকাশের ব্যবস্থা করে কিন্তু আমাদের ওয়েব সাইটে? হ্যাঁ জনাব শাহজাদারা আজ প্রকাশ করে। যদিও তাদের দোষ নেই কারন আমাদের ওয়েব সাইটটি ইরানি একটা টিম হ্যাক করে যা ঠিকঠাক করতে প্রায় এক সপ্তাহ লেগে যায়, (আমলাতান্ত্রিক জটিলতা আরকি, আর ওরা কনেইবা আমাদের ওয়েব সাইট হ্যাক করলো তা আমার বোধগম্য নয়)।

যাই হোক বস আমাকে ডেকে পাঠালো তার দপ্তরে। (আমাদের ডিভিশন অফিস জাতীয় সংসদ ভবনের সপ্তম তলায় আর আমার অফিস সংসদের বাহিরে)। বুক ফুলিয়ে বসের রুমে ঢুকেই যেই ঝাড়ি (একদম ১০০% আর্টিফিসিয়াল) খেলাম তা আর বলার মত নয়। কারন? আমি নাকি আমাদের অধিদপ্তরে প্রেরিত ৫টি টেন্ডার নোটিশের একটি নাকি দুই সিডিতে পাঠিয়েছি আর একটা পাঠাইনি। আমার পারফরমেন্স নাকি দিনে দিনে শেয়ার বাজারের মত আপ এ্যান্ড ডাউন।

এক সাথে ৫টি টেন্ডারের নোটিশ প্রতিটি ২টি সিডি করে এক সেট (৫টি) সি.পি.টি.ইউ.-তে পাঠাই, তারা যথাসময়ে তা প্রকাশ করে আর পনের দিন পর আমাদের নিজস্ব ওয়েব সাইটে প্রকাশের দিন তারা বলে আমি এক টেন্ডারের নোটিশ দুইবার পাঠিয়েছি; আর একটি পাঠাইনি। প্রিয় ব্লগার ভাই/বোনরা আপনারাই বলুন আমার এখন কি ভাষ্য হতে পারে? যাই হোক বসকে আশ্বস্থ করলাম আগামী কাল আবার বাধপড়া নোটিশটির সিডি পুনরায় পাঠাবো বলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.