আমাদের কথা খুঁজে নিন

   

সিংগাপুর " ফাইন " কান্ট্রি.......

আমি পথিক

অত্যন্ত সুন্দর আর পরিচ্ছন্ন শহর এই সিংগাপুর। যখন টের পাইলাম কেমনে রাখে এই শহরটা এত পরিপাটি কইরা এই দেশের সরকার ততক্ষনে ২০০ ডলারের একটা ছোতা হাতে ধরাইয়া দিছে পরিবেশ রক্ষক। আমার মাথায় আকাশ ভেংগে না পরলেও মেঘের ঝাপটায় নিজেরে কেমন যেন ভ্যাবাচাকা অবস্হায় আবিস্কার করলাম। ঘটনা কি হইছে খুইল্লা কই...... সেরাংগন গেছি আড্ডা মারতে। সিগারেটের শেষ টান ডা দিয়া খালি রাস্তার পাশে ড্রেনে ফালাইছি....ওরে আল্লাহ জাদু-মন্তরের মতো তিন জন তিন পাশ থেই কা যেন গজাইয়া উঠলো বটগাছের মতো। কার্ড দেখাইয়া কয় - Can I see your I.C please sir?...ধিরিম ধিরিম কইরা বুকের মইধ্যে কয়ডা বারি দিল কইলজাডা.....কাম সারা এইবার বিড়ি খাওয়ার সাধ মিটিল ..... এই দূর্মুল্যের বাজারে ২০০ ডলার মেলা টাকা রে ভাই...আফসুস ডাস্টবিন মাত্র তিন কদম দুরে আছিল; আমার মতো আইলসা গো কপালে এমুনই হয়। আমি ধরা খাইছি .....বাকীরা সাবধান হইয়া যান ধরা খাওয়ার আগেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।