আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বনেতাদের কাছে বিমুখ ওবামার নিজ দেশে ধরনা

জি-২০ সম্মেলনে বিমুখ হয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ফিরে গেছেন ওয়াশিংটনে। রাসায়নিক অস্ত্র ব্যবহার করার অপরাধের অভিযোগ তুলে সিরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর যে প্রস্তাব ওয়াশিংটন করছে,  অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর ওই শীর্ষ সম্মেলনে আশানুরূপ সাড়া মেলেনি তাতে।
তাই বলে আশা ছাড়েননি ওবামা। সিরিয়া সংকট নিয়ে উত্তেজনা এখন ওয়াশিংটনে। হামলা হবে কি হবে না—এ নিয়ে সংশয়, উদ্বেগ, উত্তেজনা এখন যুক্তরাষ্ট্রের সবখানে।

এই সামরিক অভিযানের যথার্থতা নিয়ে ওবামা সরাসরি কথা বলবেন জনগণের সঙ্গে। অভিযানের বিষয়টি অনুমোদনের জন্য এর আগে তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন।
ব্যয়বহুল একাধিক যুদ্ধে ক্লান্ত যুক্তরাষ্ট্রে এখন যুদ্ধবিরোধী মনোভাব খুব জোরালো। প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সিরিয়ায় অভিযান নিয়ে খোদ তাঁর দলের আইনপ্রণেতারাও একমত নন। অভিযানের আগে ওয়াশিংটনের রাজনীতি জয় করাই এখন প্রেসিডেন্ট ওবামার কাছে দুরূহ হয়ে উঠেছে।


অবকাশ শেষে কংগ্রেসের সদস্যরা এখন ওয়াশিংটনের পথে। ওবামাও ফিরেছেন দেশে। অভ্যন্তরীণ জরিপে দেখা গেছে, নতুন করে কোনো যুদ্ধে জড়িয়ে পড়ার বিপক্ষে অধিকাংশ মার্কিন নাগরিক। সাধারণ মার্কিনদের মতো আইনপ্রণেতারাও চরমভাবে বিভক্ত সিরিয়ায় সামরিক অভিযান প্রশ্নে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে মার্কিন কংগ্রেস উত্তপ্ত হয়ে উঠবে সিরিয়া সংকট নিয়ে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।