আমাদের কথা খুঁজে নিন

   

শব্দ-ই হোক দেশটাকে বাঁচিয়ে রাখার হাতিয়ার!



আমাদের ক্যাম্পাসে সুবজ পাতা আর নীল প্রজাপতিময় পাহাড়ের মাথায় লেজ ঝুলিয়ে নাঁচে অষ্টমীর চাঁদ। শরতের দিনে এখানে ওখানে ঝকমক করে জ্বলে কাশবন। যখন চাঁদ ওঠে; জোস্নায় রূপসীর আঁচল হয়ে যায় কাটা পাহাড়ের পথ। আর তারপর রাত বাড়ে; অস্তিত্বের সবটা সমর্পন করে আকাশের দিকে তাকিয়ে থাকে অজস্র মুখ। জোস্নায় ভিজতে ভিজতে চাঁদ হয়ে যায় বিশ্ববিদ্যালয় পড়–য়া সব তরুনেরা।

খুব সকালে শিশিরের নিরব কোলাহলে ঘুম ভাঙে পাখিদের। প্রজাপতির। ঘাসফুলের। তারপর...ট্রেন ছোটে ঝকঝক...ঝকঝক...। হৈ চৈ পড়ে যায় বিশ্ববিদ্যালয়ের সব দালানে।

কলাভবনের বারান্দা নেঁচে ওঠে বেণী দোলানো তরুনীর স্যান্ডেলের নিবিড় আঘাতে। অনেক অনেক সবুজ বুকে নিয়ে ঘুমে আর জাগরণে কেটে যায় ফরেস্টি বিভাগের সকালদুপুররাত্রি। পাহাড়ের সাথে গল্প করে সময় কাটায় সমাজ বিজ্ঞান অনুষদ। গান গেয়ে ওঠে ঝুপড়ির খুব ছোট্ট ছোট্ট দোকান গুলো। জমে ওঠে আড্ডা।

জমে ওঠে বিতর্ক । ঝুপড়ির ছোট ছোট টেবিল মুখর হয়ে ওঠে সম্ভাবনাময় তারুন্যের স্পর্শে। সার দিন কেবল বদলে দেয়ার গল্প! রাষ্ট্র; রাস্ট্রের হাত-পা'এ যে পঁচন ধরেছে তা নিয়ে আলোচনা আর ক্ষোভে একাকার হয়ে যায় সব ক্লাসরুম। ছবি আঁকতে আকঁতে ঘুমিয়ে যায় রং-তুলি হাতের তরুন। হয়ত একটু পরে আবার সে জেগে ওঠে।

ছবি আঁকে। একটা ছবি। একটা ক্ষুধাহীন প্রতারকহীন বাংলাদেশের ছবি। হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস কাঁধে করে করে ঘুরে বেড়ায় বাউল চুলের অজস্র ব্যর্থ মানুষেরা। নতুন নতুন ভাবনা ভাবে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

প্রচলিত বুদ্ধিবৃত্তিক দূবৃত্তায়নের মুখোশ খুলে দেয়ার প্রচেষ্টায় রাত জেগে বই পড়ে। বিনয় ঘোষ-গ্রামসি-ফুকো-সাঈদ-প্যারেন্টি-হুমায়ুন আজাদ-ইলিয়াস পড়তে পড়তে স্বপ্ দেখে একদিন ওরাও...! সে স্বপ্নের গর্ভে জন্ম নেয় নতুন নতুন ভাবনা । তারপর তাগিদ বাড়ে। সে বিচ্ছিন্ন ভাবনাগুলোকে গুছিয়ে রাখার পথ খুজতে খুজতে পৌছে যায় সামহয়্যারের দরজায়। তারপর একদিন... গোটা বাংলাদেশের প্রচলিত সমাজকাঠামোকে ভেঙে দেয়ার স্বপ্নে জন্ম নেয় আমাদের এ ছোট্ট গ্রুপ।

নামে বুদ্ধিবৃত্তিক তৎপরতায়। মানুষকে নিয়ে যেতে চায় তাঁকে ঘের দেয়া দেয়ালের ওপাশের পৃথিবীতে! দেয়াল ভাঙার এ আয়োজনে আপনাকে চাই আমরা। শব্দ-ই হোক আমাদের হাতিয়ার। বেঁচে থাকার; দেশটাকে বাঁচিয়ে রাখার লড়াই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।