আমাদের কথা খুঁজে নিন

   

যে শব্দই লিখি না কেন আজ..(উৎসর্গঃ রাগ-ইমন)

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

পূর্ব কথাঃ কবিতাটি লেখা হয়েছিল 30শে জুলাই, রোববার সকালে- রাগ ইমন এর জন্মদিনে- যদিও এ কবিতাটিতে তার শততম পোষ্টের বেদনাময় লেখাটি পড়ার পরে 'লিখতে চাওয়া' কিন্তু 'লিখতে না পারা' মন্তব্য ও অনুভূতিগুলোও যুক্ত হয়েছে। কবিতাটি যথাসময়ে পোষ্ট করতে পারিনি, একেবারেই অপ্রত্যাশিত কিছু ব্যক্তিগত সমস্যার কারণেই। তাই সেই কালপুরুষ-এর জন্মদিনে 7 দিন পরে শুভেচ্ছা জানানোর মতোই A Wish After A Week হিসাবে 7 দিন পর আরেক রোববারে রাগ ইমন কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোষ্ট করা হ'ল এ কবিতা। যে শব্দই লিখি না কেন আজ, ধেয়ে যাবে তোমার দিকে..... Each and every words of my poem must run towards you today... Each and every drops of my eyes must touch your sorrows today... যে শব্দই লিখি না কেন আজ, ধেয়ে যাবে তোমার দিকেই তোমার দিকেই যাবে শুভেচ্ছার শুভ্র যতো মেঘ 'অনবদ্য ভবিষ্যত' প্রার্থনায় নেমে আসা বিপুল বৃষ্টি কষ্ট ভুলিয়ে দেওয়া 'স্বর্গীয় সুখের কান্নায় ভাসানো' অনিন্দ্য এক হাওয়া। সকালের সব প্রার্থনা- সুনিশ্চিত শুধু তোমার দিকেই জড়ো হবে আজ পৃথিবীর সব ফুল, 'ভুল' ভেঙ্গে ছুটে যাবে জমে জমে পাথর হয়ে যাওয়া তোমার যন্ত্রনা শুষে নিতে।

তোমার দিকেই যাবে প্রস্ফুটিত যতো প্রীতির পলাশ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে ধেয়ে আসা 'অবাক প্রার্থনায় লেখা' অপরূপ আর্শী বাণী, তোমার দিকেই যাবে অভিনন্দন মাখা ভাললাগা বৃষ্টির অসামান্য অনাবিল অশেষ ঝাপ্টা । যে শব্দই লিখিনা কেন আজ অজান্তেই তা শুধু 'তোমার ভাল চাওয়া' আকুল এক প্রার্থনা হয়ে যাবে। জানি, যেদিকেই প্রসারিত করি- ঘুরে-ফিরে তোমার দিকেই যাবে সম্ভ্রমে বাড়িয়ে দেয়া এই হাত, অযুত বসন্তের মমতা মাখানো মলিনতা-হীন মুগ্ধ স্পর্শ সে-ও যাবে তোমার দিকেই - শুধু তোমার জন্যই সবচেয়ে সুন্দর সুরভি ছড়াবে হৃদয় বাগানে ফোঁটা 'রক্তাক্ত গোলাপ'। যে শব্দই বলি না কেন আজ ধেয়ে যাবে তোমার দিকেই- তোমার দিকেই যাবে কবিতায় গেঁথে দেওয়া প্রেম তোমার দিকেই যাবে নির্জন রাত্রির আবৃত্তি-আমেজ তোমার দিকেই যাবে 'সৃজনশীলতা'র জন্য ক্ষয়ে ক্ষয়ে যুদ্ধ করে, অবশেষে জয়ের আনন্দে তুলে আনা, অনিঃশেষ যতো প্রাপ্তি আমার। যে 'কষ্ট'ই আঁকি না কেন আজ- ক্যানভাসে, এক লহমায় তা' শুধু তোমার বেদনার্ত মুখ হয়ে যাবে- যে সুর-ই তুলি না কেন আজ গীটারের তারে কম্পমান বেদনায় তা শুধু তোমার কান্না-ই হাহাকারে ইথারে ছড়াবে, অফুরন্ত শুভ-কামনায়, সে সুর সহস্র ক্রন্দন হয়ে তোমার দিকেই যাবে- চীৎকারে, যন্ত্রনায়।

নিমিষেই সকল কষ্ট মুছে ফেলে হয়ে যাবে তোমার হৃদয়ে বহমান সেই 'নদী' বৃষ্টি, আকাশ আর মানুষের জন্য যেখানে প্রতিদিন অসম্ভব শুদ্ধতায় গাঢ় থেকে গাঢ়তর হয় প্রেম। কেউ না জানুক, কেবল সুনীল সমুদ্র জানে, যে চিঠিই লিখি না কেন আজ চেতনায় অথবা অবচেতনে, পৃথিবী অবাক করে তা' বিন্দুমাত্র ঠিকানা ছাড়াই পৌঁছে যাবে খুব ভোরে , তোমার দরোজায়। ......................................... রচনাকাল ঃ30/07/2006ইং, ঢাকা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।