আমাদের কথা খুঁজে নিন

   

প্রকৃতি শূন্যতা পরিহার করে : হায় অ্যারিস্টটল

যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...

অ্যারিস্টটলের সময় (সম্ভবত) একটি মতবাদ বেশ জোড়ালো হয়ে উঠেছিল- প্রকৃতি শূন্যতা পরিহার করে। এর মানে হলো প্রকৃতিতে কখনো কোনো স্থান খালি থাকে না। এক স্থান বায়ুশূন্য হয়ে গেলে আশপাশ থেকে বাতাস এসে সে জায়গাটি ভরে দেবে। সমুদ্রের কোনো স্থান থেকে পানি তুলে ফেললে আশপাশ থেকে পানি এসে সেখানে ঝাপিয়ে পড়বে। অ্যাবসলিউট জিরো বলতে প্রকৃতিতে কখনো কিছু হতে পারে না। হঠাৎ করে আজ একটা ধারাবাহিকতা দেখে সেই পুরোনো তত্বটি মনে পড়ল। সাইমুম > মহাকবি মেহেদী > আলেকজান্ডার ডেনড্রাইট > সৈয়দা তাহমীমা বেগম সীমা... অ্যারিস্টটলের পক্ষে সামহয়্যারইনে আসা সম্ভব হলে প্রকৃতির শূন্যতা পরিহারের তত্বটি কতো সহজেই তিনি দিতে পারতেন। ওপরের সিরিজে কয়েকটি নাম সম্ভবত বাদ গেল মনে না পরার কারণে। এর মানে এই না যে ওই ব্যক্তিদের প্রতি আমার শ্রদ্ধার কমতি আছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।