আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ননীল রেলগাড়ি

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

এরপর তোমার সামনে যাবার হয় না কোনো মানে অমাবশ্যায় গিয়েছে ঢেকে নিটোল জ্যোৎস্নার শেষ আলোটুকু কাজলা দিঘির কাকচক্ষু জলে দেখেছি আদলে যার কান্তি পূর্ণিমার ভরাট জোয়ারে ভাসিয়েছি যার স্বপ্নের সাম্পান সে চলা এখন দূরাগত নাবিকের দিকভ্রান্ত হাল ছুঁয়ে দেখার ইচ্ছেটা আজ বামনের ভাঙা চাঁদ বাগমারা থেকে গুলকিবাড়ির পথে পথে যে রেললাইন বয়ে গেছে সমান্তরাল নৈকট্যে তার গন্তব্যে স্টেশন নেই যেখানে থামবে গাড়ি আমাদের স্বপ্নের সম্ভারগুলো এতোটাই বেশি ছিলো অচেনা শহরে কোনো গুদাম বরাদ্দ ছিলো না তাদের স্বপ্ন দেখি স্বপ্ন যায় স্বপ্নের বাস্তবায়নে যেই রেলগাড়ি চলে ঝিকঝিক ঝিকঝিক ঝিকিঝিক অমারাত ভোর হলেও সে গাড়ি থামে না স্টেশনে স্বপ্ননীল গাড়ি আমার ছুটছে অবিরাম অজানা গন্তব্যে যে পথের শেষ নেই কোনো ক্ষণে কোনো খানে! ১১.০৯.২০০৮ ©Sheikh Jalil

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.