আমাদের কথা খুঁজে নিন

   

হতভাগী শাহিনার কাছে চিঠি

প্রিয় শাহিনা, হয়ত বেঁচে থাকার ক্ষীণ আশার মধ্যেও হটাত তুমি প্রান ফিরে পেয়েছিলে। আশা জেগেছিল আবার মৃত্যুকূপ থেকে বের হয়ে দুনিয়া দেখার। অপেক্ষার প্রহর গুনছিলে। এইত আর একটু ! ৫ ঘণ্টা যায়, ১০ ঘণ্টা, ২০ ঘণ্টা...... এরপরেও তুমি তাকিয়ে ছিলে, তাকিয়ে ছিলে একটু আলো দেখবে বলে, আবার বাঁচবে বলে। হটাত হয়ত আলোর বদলে আগুন জ্বলে উঠল ! তুমি হয়ত ভেবেছিলে এই তো আর একটু, অই যে আলো দেখা যায়, তারা আসছে, নিঃশ্বাস তোমার আরও উত্তেজিত, হৃদয়ে আল্লাহ্‌র কাছে আকুতি।

কিন্তু না, এ যে আগুন রুপে আজরাইল ছিল। এরপর তুমি নিরাশ, নিঃশ্বাস স্তিমিত। আকুল ভাবে বেঁচে থাকার মিনতি, ক্রন্দনরত স্বর আমি শুনতে পাই। বিশ্বাস কর। আস্তে আস্তে তুমি চলে গেলে।

দূর পরপারে। শাহিনা, ক্ষমা চাই আমি। যখন বেঁচে থাকতে চেয়েছিলে তখন তোমাকে আশা দিয়ে এই চিঠি লিখতে পারি নাই। এখন তুমি চলে গেলে। তাই আকাশের ঠিকানায় চিঠি লিখছি।

জানি নিশ্চয়ই তুমি এখন ভাল আছ। কিন্তু নিজেকে ক্ষমা করতে পারছিনা। বিশ্বাস কর। এই যে কি বোর্ডে চোখের জল ! কল্পনায় শুধু শেষ মুহূর্ত পর্যন্ত তোমার বেঁচে থাকার আকুতি ! ক্ষমা কর। কিন্তু তাদের ক্ষমা করো না যারা তোমার বেঁচে থাকার আকুতি নিয়েও রাজনীতি নামের নোংরা দলনীতি করে।

তারা মানুষ না। তাদের পশু ও বলব না পশুত্বের অপমান করে ! তারা নিজেদের মনুষ্যত্ব কে নিজেরাই হত্যা করেছে। তারা মানুষরূপী যন্ত্র নামের ঘৃণিত এক অস্তিত্ব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।