আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সর্বপ্রথম "জেড ম্যান " সুইজারল্যান্ডের রোসী।


সুইজারল্যান্ডের নাগরিক ইভেজ রোসী পাখীর ন্যায় উড়াল দিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করে বিশ্বের সর্বপ্রথম 'জেডম্যান' বা মানবপক্ষী হিসেবে রেকর্ড সৃষ্টি করলেন। ৪৯ বছর বয়েসী রোসী সুইজ এয়ার লাইন্সের কর্মী। রোসী তার পিঠে ডানা লাগিয়ে মটরের সাহায্যে ৩৫ কিঃমিঃ দৈর্ঘ্য ইংলিশ চ্যানেলটি ৯ মিনিট ৩২ সেকেন্ড সময় নিয়ে চ্যানেলটি অতিক্রম করেন। ফ্রান্সের আকাশ সীমায় ২৫ হাজার মিটার উচ্চতায় অবস্হানকারী একটি বিমান থেকে লাফিয়ে পড়ে রোসী তার দুঃসাহসিক আভিযানের সুচনা করেন। ইংলিশ চ্যানেলের অপর পাড়ে ইংল্যান্ডের ডোভারে এই দুঃসাহসিক অভিযানটি উপভোগ করার জন্য প্রচুর উৎসুক জনতার সমাগম ঘটে। ইতিপূর্বে প্রতিকুল আবহাওয়ার কারণে দুই দুইবার রোসীর এই আভিযান বাতিল হলেও গতকাল সকালে সুন্দর এবং অনুকুল আবহাওয়া থাকায় রোসীর মনবাসনা পূর্ন হয়। http://www.youtube.com/watch?v=j-66AcTo9TU
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.