আমাদের কথা খুঁজে নিন

   

উইকিসংলনের ১,০০০ পৃষ্ঠার মাইলস্টোন অতিক্রম


বাংলা উইকিপিডিয়ার সহপ্রকল্প বাংলা উইকিসোর্স বা উইকিসংলন , একটি ঊন্মুক্ত পাঠাগার যা যে কেউ সমৃদ্ধ করতে পারেন। এ প্রকল্পটিতে বর্তমানে ১,০১৭টি পাতা রয়েছে। গত ২৫শে সেপ্টেম্বর প্রকল্পটির তার ১,০০০ পাতার মাইলস্টোনটি অতিক্রম করেছে। এর জন্য এ প্রকল্পে অবদানকারীদের জানাই আন্তরিক অভিনন্দন। এতে বর্তমানে রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ , লিপিকা , দুই বোন ; শরৎচন্দ্রের দেবদাস , নিষ্কৃতি ; মীর মোশারফ হোসেনের বিষাদ সিন্ধু ; সুকুমার রায় রচনাবলী ; সুকান্তের ছাড়পত্র , ঘুমনেই , পূর্বাভাস , মিঠে কড়া , সূর্য-প্রণাম ; লালনগীতি ; ঠাকুরমার ঝুলি ; রোকেয়া সাখাওয়াতের অবরোধ বাসিনী , মতিচূর ; উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনির বই , গল্পমালা ; সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজীর রায় নন্দিনী , তারাবাঈ ; রামপ্রসাদী সংগীত সহ আরও অনেক পাবলিক ডোমেইনে থাকা বাংলা সাহিত্যের অমর সৃষ্টি সমূহ। এতে আপনিও যোগ করতে পারেন আপনার সংগ্রহে থাকা বাংলা সাহিত্যের পাবলিক ডোমেইন বা লেখকের মৃত্যুর ৬০ বছর অতিক্রম হয়েছে এমন সৃষ্টি সমূহ। আপনাদের অবদানেই বাংলা উইকিপিডিয়া দিন দিন সমৃদ্ধ হচ্ছে, আপনাদের অবদানেই উইকিসংকলন হয়ে উঠবে বাংলা সাহিত্যের একটি বিশাল উন্মুক্ত অনলাইন পাঠাগার হিসেব। উল্লেখযোগ্য লিঙ্কঃ বাংলা উইকিপিডিয়াঃ http://bn.wikipedia.org বাংলা উইকিসোর্সঃ http://bn.wikisource.org
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.