আমাদের কথা খুঁজে নিন

   

সাভারকে কি বলবেন "গজব" না "পরীক্ষা"?

বাংলা মায়ের আঁচল আজ আবারো রক্তাত। সীমাহীন যন্ত্রনায় কাতর বিবেকবান সকল মানুষ। অশ্রু লুকানোর যায়গা নেই। আমরা সবাই কাঁদছি। কান্নাও যেন বিদ্রূপ ভংগিতে তাকাচ্ছে।

মানবতা আজ অসহায়। সব আমাদের সৃষ্ট এ নারকীয় পৃথিবীতে। আদ সামুদ ধ্বংস হয়েছে। হয়েছে আবরাহার বাহিনী। আবার নমরুদের মত প্রতাপশালী সামান্য মশার কাড়নে কুপোকাত।

ফেরাউনের অহংকার নীলনদে শেষ। পরাজয় হয়েছে অহংকারী টাইটানিকের, যে পানির উপর দিয়ে চলে তারই একটু কঠিন রূপের কাছে। এসবই ছিল অতিরিক্ত বাড়াবাড়ি ও সীমালংঘনের ফল। মুমিনের জীবনে বিপদ আসলে সেটাকে ইসলাম "পরীক্ষা" বলেছে। বাড়াবাড়ির কারণে বিপদ "গজব" বলে অভিহিত।

সাভার ট্রাজেডি নিঃসন্দেহে দুটোর একটি। এটা কোন স্বাভাবিক ঘটনা নয়। আগের দিন ফাটল পরের দিনই ধ্বস। কোন ভূমিকম্প ছাড়াই। এটা কিসের ক্যারাক্টার? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।