আমাদের কথা খুঁজে নিন

   

মন বিষয়ক একটি ছোটো কোবতে

আমি কইলাম মরিনাই; বুকের আগুনও নেভে নাই, কসম ক্ষুধিরামের। খালি কয়দিন ধইরা কর্পোরেট ভন্ডামিতে ডুইবা আছি আপাদমস্তক! কমরেড, মিছিল আইলে একটা টোকা দিয়া যাইয়েন।

তাল লয় সুর ভুল হয়ে যায় মন বসেনা গানে মন ছুটে যায় অচীন পুরে তোমার পিছুটানে মন ছুটে যায় মনের পিছু মন থাকেনা কাছে মনটা তোমায় চাইছে ছুঁতে বিমূর্ত উচ্ছাসে। মনটা আমার সন্ধে রাতে মনকে দিল ফাকি মনের কি দোস, বলতো দেখি কেমনে একা থাকি? মনের কাছে মন গিয়েছে আমার কি দোস বল, দু মন মিলে-মিশে থাকুক আনন্দে উচ্ছল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।