আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ক্রিকেটাররা ঠিকই করেছে

কবিতা পড়তে ভালবাসি............।

প্রতিক্রিয়াটা একটু দেরিতেই হয়ে যাচ্ছে......ব্যস্ততার জন্য সময়মতো লিখতে পারিনি বলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্রিকেটাররা বিদেশে খেলতে যাচ্ছে এতে দোষের কি হলো? ওরাতো জাতীয়তা বিসর্জন দিয়ে অন্যদেশের জাতীয় দলে খেলতে যাচ্ছে না.........। গিয়েছে একটি লীগ খেলতে......যে লীগটা স্বচ্ছ বিবেচনায় কোনো অন্যায় নয়। কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড যেহেতু সেটাকে সমর্থন দিচ্ছেনা (কিছু ব্যাক্তিগত ঝামেলাও আছে) তাই আইসিসিকেও বাধ্য হয়ে পাচাটা কুকুরের মত এটাকে নিষিদ্ধ করতে হয়েছে......তারপর ও আমাদের ক্রিকেটাররা খেলতেই যাচ্ছে।

অন্তত এথল্যাটদের মত খেলতে গিয়ে পালিয়ে যাচ্ছেনাতো। পালিয়ে যাবার পর ও যদি এথল্যাটরা নিষিদ্ধ না হয় তবে ক্রিকেটের জন্য নিয়ম ভিন্ন হবে কেন? আর বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার প্রকৌশলী, চিকিৎসকসহ অন্যান্য পেশাজীবিরা দেশের টাকায় শিক্ষিত হয়ে বিদেশে গিয়ে চাকুরি করছেন এবং প্রচুর রেমিট্যান্স পাটিয়ে সরকার ও জনগনের বাহবা কুড়াচ্ছেন। তাছাড়া সরকারী কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিমানচালক প্রভৃতি পেশার কৃতী সন্তানেরা সরকারী চাকুরী করা অবস্থাতেও বিদেশে গিয়ে চাকুরী করছেন বলে অসংখ্যবার পত্রিকায় এসেছে...কিন্তু হাতে গোনা কয়েকটি ব্যাপার ছাড়া কার বিরুদ্ধেই কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাহলে আমার প্রশ্ন শুধু ক্রিকেটারদের বিরুদ্ধেই কেন এতো অভিযোগ...মানছি তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি...ভালোবাসাও সীমাহীন। কিন্তু তারাও কি এর যথেষ্ট প্রতিদান দেননি? অসংখ্যবার বাধভাঙ্গা উল্লাস আর উদ্দাম নৃত্যের উপলক্ষ্য হয়ে উঠেননি? তবে আজ যখন তারা অধিকতর নিশ্চয়তা, সাচ্ছলতার জন্য বিদেশে খেলতে যান তাতে দোষের কি? অকৃতজ্ঞের মত নিন্দা, নিষেধাজ্ঞা, কলংকের বেড়াজালে জড়ানোটা শোভন হচ্ছে কি? তাই বিসিবির এই অবিবেচক ও অপরিনামদর্শী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

সেইসাথে অন্যান্য ক্রিকেটারদের বলছি.........এটাকে ক্যারিয়ার গোছানোর সুযোগ হিশেবে না দেখে প্রকৃত সতীর্থের মত আচরণ করুন এবং ঘটনার নিরপেক্ষ সমালোচনা করুন। মনে রাখবেন আপনাদের প্রতিটি বক্তব্য অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ। তাছাড়া বিশ্বের সব খেলাতেই এধরনের হাইবাজেট লীগ প্রচলত যা সংশ্লিষ্ট খেলার উন্নয়নে ও প্রসারনে ব্যাপক ভূমিকা রাখে। তাই আজ হোক কাল হোক এই লীগ বৈধতা পাবেই। তখন বিসিবির ও আপনাদের ভূমিকা কি হবে সেটা ভেবেছেন কি?



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.