আমাদের কথা খুঁজে নিন

   

নাচের পুতুল

তুমি সৃষ্টির সেরাজীব হয়েছ বটে- তাই বলে সূর্য নও সূর্যের বিচিত্র রশ্মির আধার নেই ভেতরে তোমার , জলন্ত অগ্নিপিন্ড অফুরন্ত আলো তোমার কল্পনায় খেলা করে মনে হয় বিশাল আকাশ আর অফুরান আলো তোমার আপন ভূবনে হাতের নাগালে , কাছে থেকেও সেযে দূর বহু দূরে তাকে ছোঁয়া মেলে দেয়া কঠিন বড় । তুমি ঐ চাঁদ আলোহীন আলোর স্বপ্ন ছড়ানো , সেইতো ঢের, কম কি বল ? পূর্ণিমায় অরণ্যে হাসি ফোটে কূল কূল বয়ে চলে সহাস্য নদী ঝর্না নাচে উল্লসিত উদ্যাম সমুদ্র কিরীট বিকশিত দন্তে । তুমি একতাল অকেজো মৃত্তিকা , ভেতরে ধূসর স্থবির অন্ধকার আলো নেই বাতাস নেই মরুময় নির্জীব । ঐ সূর্যের উত্তাপ বাঁচিয়ে রাখে তোমাকে সযত্নে আলো মেখে দেয় তোমার সারা গায়ে সেই আলোর মায়া জগত ভোলায় , তবু তা নির্জীব নপুংসক তাতে রংধনূ নেই সকাল দুপুর সন্ধ্যা নেই জীবনের হিসেব কষা নেই , তুমি মরিচিকার পিছে হন্যে হয়ে ঘোরা সূতোয় বাঁধা নাচের পুতুল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.