আমাদের কথা খুঁজে নিন

   

শ্রদ্ধেয় পত্রিকার সম্পাদক বন্ধু,লিখা ফিরিয়ে নিয়ে,তোমাকে দায়ভার থেকে মুক্তি দিলাম

One of the things I keep learning is that the secret of being happy is doing things for other people.

জ্বলি অমানিশায় প্রতিক্ষণ,স্বপ্নের মোহে শুধু স্বপ্ন দেখি নিরন্তন। খেলা ভাংগে, খেলাঘর ভাংগে,উচ্ছ্বাস ভাংগে,উল্লাস ভাংগে,কাব্যের আসর ভাংগে, শিল্পীর প্রতিমা ভাংগে,শিল্পীর মনন ভাংগে। সন্ন্যাসির ধ্যান ভাংগে, পাশবিকতার উল্লাসে দাঁতাল বনো শুয়োরের উন্মাদনা ভাংগে, অন্ধকার রাতে নক্ষত্রের স্ফুলিংগ ভাংগে,জটর জ্বালার উন্মাদনায় দূর কোনো গাঁয়ে স্নেহময়ি মাতার ঘুম ভাংগে । কিন্তু এক স্বর্ণালী স্বপ্ন বুননের অভিলাষে আর সেই অভিলাষ তৈরর মোহে,দ্রষ্টার দৃষ্টির চালিয়াতি মায়ায় আটকা পড়ে ,এক অদেখা স্বপ্ন বুননের ভীতে শুধু শাসকের চালিয়াতি ভাংগে না আর। জন্মাবধি, শুনি শাসকের নিরন্তর অভিলাষ।

আর সেই মোহনিয় অভিলাষের উন্মাদনায়-বুকের ধূসর হ্বদয়ে শুধু স্বপ্নতিথির এক অরুপ চিহ্ন আঁকি। জন্মাবধি শাসকের নিনাদ শুনি, অসীম স্বর্গদুয়ার খুলে দেয়ার প্রতিশ্রুতি শুনি। শুনি,এখনো ঢের সময় আছে ,হবে আমাদের স্বর্গাংগিনা একদিন। বাস্তুহারার ভিটায় স্বর্ণের প্রসোবন হবে,ফুটপাতে ঠিকানা বিহীন মানুষ শ্যামলিমায় ঠাঁই পাবে। কোনো কংকাল সার ক্ষুধায় নিভে যাওয়া জীবন, জীবনের আস্বাদনে আবার এই বদ্বীপ পলল ভূমে ধানের আঘ্রানে মুখরিত হবে।

অন্ধকারে মৃত্যময় অধিকার আবারো জীবনের কোলাহলে হ্বদিত হবে। কিন্তু,যথারীতি,সময়ের মাঝে মৃত্যু হয় সময়ের। আশার মাঝে কবর হয় আমাদের সব আশার। মহান অধিপতি যখন, শাসক হয়-হবেই কি?ছিলোইতো যুগ যুগ ধরে। মাঝে মাঝে হয়তোবা পোষাকের কোন পরিবর্তন।

কিন্তু সব শাসকের মন যে একি। আর আমরা শাসকের আশীর্বাদে নেড়ি কুকুর হয়ে তাদের পদাশ্রিত হই। এরপর নিজের অধিকার সব বেমালুম ভুলে গিয়ে,আমাদের ও স্ফীত চর্বির লোভে-নরককীটের মতো উপগত হয়ে আপন অধিকারের বিরুদ্ধে দাঁড়াই,এরপর বাস্তুহারার বিরুদ্ধে, এরপর বুভুক্কু মানুষের বিরুদ্ধে । অবশেষে যখন সব লুটেপুটে শেষ হয়, স্বর্গাংগিনা আশার অনলে পুড়ে ছাই হয়,শাসকের হুংকার নবরুপে প্রতিধ্বনিত হয় তখন,চোখ খুলে দেখি - সনাতনী শাসকরা সব ক্লান্তির আবেশ শেষে আবারো রাজাসন অভিমূখি হয়েছে। পুরানো পুরোহিতরা আসিছে ফিরে আবারো ক্ষমতার দেবালয়ে।

এবার আর কোনো চন্দ্রিমা ভাংগেনা, ইন্দ্রধনু ধরিবার আশায় কোনো কিষানীর দুঃখ ভাংগেনা। ভাংগনের মাঝে এবার ভিটে মাটি ভাংগে, উনুনের হাড়ি ভাংগে,এক নিপতিত অন্ধকারে ক্ষুধার মুখ গুজে দিতে কোনো মুনিয়ার এবার সতিত্ব ভাংগে। এতো ভাংগনের মাঝেও আমরা শুধু রাজসিংহাসন ভাংগনের শব্দ পাইনা । যুথিবদ্ধ হাতে রাজমস্তককে শশ্মানের পোড় খাওয়া পাথরে আছাড় দিয়ে ভাংগতে পারিনা। বারে বারে শুধু রাজাসনের শোভা বর্ধন করে আমরা আরো বিগলিত হই, এক পাষন্ড নিভৃত কুহক আমাদের পরানের গভীরে বারে বারে আশার সুর তুলে,আর স্বপ্ন দেখি সব দুঃখ গুছে যাবে একদিন, যে স্বপ্ন সময়ের সিঁড়ি ভাংগতে ভাংগতে আজ ভূতলে ঠেকেছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.