আমাদের কথা খুঁজে নিন

   

ইশশ !! এভাবে কেউ চলে যায় !!! :: (রাতের ঘুম কেড়ে নেয়া গান)

আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে

দু'টো মানুষ !! একসাথে কত পথ চলা হাতে হাত রেখে কথা বলা ..... কেন সব ভুলে অবহেলায় ? কেন শেষমেশে এসে বিদায় ? ফুলদানি....... আছড়ে ভেঙে চুরমার ফুল জল সব একাকার ... নেমে আসে অন্ধকার জানালার বাইরে নেমে আসে রাত .... দু'টো বালিশ কত স্বপ্ন ভালোবাসা বোঝাই দেখে যায় এই কুৎসিত লড়াই আশা আকাঙ্ক্ষা সব পুড়ে ছাই কেউ মুখ ফুটে কিছু বলে নাই ......... টেবিল ল্যাম্পের আধো অন্ধকারে ভাঙাচোড়া মন দু'টো গুমড়ে গুমড়ে মরে দু'জনেই বসে থাকে হাত ধরবে বলে .... কেউ মুখ ফুটে কিছুই বলে না ভগবান তাই নেমে আসে না । আসে সকাল , চোখ মুছে চিঠি লেখা .... স্যুটকেস হাতে ট্যাক্সি ডাকা ফিরে না তাকিয়ে দেখা ইশশ !!! এইভাবে কেউ চলে যায় ?? ডাউনলোড লিংক(মাত্র ২৮৮ কিলোবাইট) ইশশ !! এভাবে কেউ চলে যায় !!! [[অঞ্জন দত্তের এই গানটা এতদিন কি করে মিস করেছি , অবাক হচ্ছি।আরেকটু যদি লম্বা হত গানটা!! অন্য সময় কেমন লাগবে জানিনা।কিন্তু আজ রাতে আমাকে গানটা জাস্ট কিল করলো]] (প্রিয় এক বন্ধুকে ধন্যবাদ গানটির সন্ধান দেবার জন্য)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।