আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের ১০০টি সার্কুলেট পত্রিকার মধ্যে সেরা ৫টি'ই জাপানিজ



বিশ্বের ১০০টি সার্কুলেট নিউজপেপারের মধ্যে টপ টেনে রয়েছে ৫টি জাপানিজ নিউজপেপার। বর্তমান হিসাব অনুযায়ী জাপানের লোকসংখ্যা সর্বসাকুল্যে ১২ কোটি ৭৫ লাখ। আয়তন ৩ লাখ ৭৭ হাজার ৮শ' ৭৩ বর্গ কিলোমিটার। আর দৈনিক পত্রিকা ? দেশটির ৫টি শীর্ষ পত্রিকা প্রতিদিন ছাপা হচ্ছে প্রায় ২ কোটি ৭৮ লাখ কপি ! বাকিগুলোর সার্কুলেশনও লাখের নিচে নয়। পড়ার প্রতি বাড়াবাড়ি রকমের প্রীতি ও বয়স্কদের আধিক্যই দেশটিকে টপ সার্কুলেটেড পত্রিকার দেশ বানিয়েছে।

প্রথম স্থানে আছে ইউমিউরি শিমবুন, দ্বিতীয় আশাই শিমবুন, তৃতীয় মাইনিচি শিমবুন। যুক্তরাজ্যের দ্য সান হয়েছে ৮ম। শীর্ষ বাংলা পত্রিকা আনন্দবাজার পত্রিকার অবস্থান ৩০তম। যার সার্কুলেশন গড়ে ১২ লাখ ৭৭ হাজার। ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজপেপার সংস্থাটি সার্কুলেশনের ভিত্তিতে প্রতিবছর টপ হানড্রেড পত্রিকার একটি তালিকা প্রকাশ করে।

এ বছরের তালিকায় ভারতের টাইমস অফ ইন্ডিয়া আছে ৬ষ্ঠ অবস্থানে। প্রথম ১০টির তালিকা ১.ইউমিউরি শিমবুন- জাপানিজ- ১ কোটি ২১ হাজার ২.আশাই শিমবুন - জাপানিজ - ৮০লাখ ৫৪হাজার ৩.মাইনিচি শিমবুন - জাপানিজ -৩৯ লাখ ১২ হাজার ৪. বাইল্ড - জার্মান - ৩৫ লাখ ৪৮ হাজার ৫. কানাকো জিয়াওজি - চীন - ৩১ লাখ ৮৩ হাজার ৬. দ্য টাইমস অব ইন্ডিয়া - ভারত -৩১লাখ ৪৬ হাজার ৭. নিক্কেই - জাপান -৩০ লাখ ৫৩ হাজার ৮. দ্য সান - যুক্তরাজ্য - ২৯ লাখ ৮৬ হাজার ৯. পিপলস ডেইলি - চীন - ২৮ লাখ ৮ হাজার ১০. চুনিচি শিমবুন - জাপান - ২৭ লাখ ৫৫ হাজার

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.