আমাদের কথা খুঁজে নিন

   

শহরীয় নকশি কাঁথা

আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে

চোখের সামনে কৌনিক পথ-- দুপাশের পাহাড়, পাইন আর জিন্দালে ফুলের গার্ড অব অনার; সব পিছনে ফেলে ছুটে চলে কোরান্ডো জীপ।শহরের দারপ্রান্তে এসে শ্লথ গতি-- আমার দৃষ্টি ব্যস্ততম কাহারবায় নেচে উঠে-- তোমাকে খুঁজে তোমারই শহরে। বানিজ্যিক দৈত্যের বুক বেয়ে পারদের মত উঠানামা করে ক্যাপসুল আড়মোড়া দিয়ে জেগে উঠেনি সরাইখানার হর্ষ ও নারীরা তৃষ্ণার্ত বাহকের হা করা উদরছিদ্রে শক্তি যোগানদাত্রীর অবয়বে, বাতি দেখে থমকে দাঁড়ানো যান্ত্রিক বধিরের ভিরে, খুঁজি তোমাকে-- তোমারই শহরে। অবশেষে পাঁচ বছরের পুরনো ঠিকানায় স্পিডোমিটারের কাঠি নেমে আসে শূন্য স্থিরাঙ্কে একটি বাস সারিবদ্ধ শিশুদল তোমার চুম্বন ---------------------বিদায় হর্ষ বাতাসে দোলে উঠা কোমল হাত রোদ্দুর আঁছড়ে পরে তোমার অনামিকায় অজান্তেই--- সময়ের পা'পরে এক্সিলারেটরে; আকাশ মুখী ত্রিমাত্রিক ইমারতের সূঁচ বিকেলের সোনা রদ্দুরে বুনে চলে শহরীয় নকশি কাঁথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.