আমাদের কথা খুঁজে নিন

   

আজ পূর্ণিমা

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

আজ রাতে পূর্ণিমা। শরীর ম্যাজ ম্যাজ করছে। কিছুই ভাল লাগছে না। একে তো প্রচন্ড ভাদ্র মাসের গরম, তার উপর থেকে থেকে ২/৩ ঘন্টা পর পর বিদ্যুৎ আসা যাওয়া করছে। যাকে বলা হয় লোড শেডিং।

এমন একটা পরিস্থিতিতে কাকে গালি দেব, কাকে দোষ দিব ভেবে পাচ্ছি না। গত কয়েক বছর ধরে আমাদের দেশে বিদ্যুতের লোড শেডিং নামক ভয়াবহ এক সমস্যা হিসেবে আর্বিভূত হয়েছে। ব্যক্তি জীবন, কল কারখানায় উৎপাদন ব্যবস্থা তথা সভ্য জগত নিস্ক্রিয় হওয়ার মতো অবস্থা। এর থেকে পরিত্রাণের সম্ভবত কোন উপায় সাধারণ নাগরিকের নেই। অথবা থাকলেও তাদের করণীয় কিছুই নেই।

এ অবস্থা চলতে দেয়া যায় না। প্রতিদিন ২ ঘন্টা ধরে কম্পিউটারে কোন কাজ করতে পারি না, লোড শেডিং এর যন্ত্রণায়। বিগত সব সরকারের আমলেই বিদ্যুৎ খাতে সব চেয়ে বড় জোচ্চুরি হয়েছে বলে মনে হয়। বর্তমানে সরকার দেশের কোন কাজেই সফলতা দেখাতে পারছে না। আমরা পাবলিক আর কতদিন অপেক্ষ করব, সেই দিনের মতো যেদিন বিদ্যুৎ-এর লোড শেডিং নামে কোন যন্ত্রণার শব্দের সাথে আমরা পরিচিত ছিলাম না।

যা হোক শুরু করেছিলাম পূর্ণিমা রাতের কথা দিয়ে প্যাচাল করলাম লোড শেডিং নিয়ে। তো পূর্ণিমা রাতে আসুন সবাই প্রকৃতিকে উপভোগ করি। আকাশে মেঘের ঘণঘটা দেখা যাচ্ছে। হয়তো বৃষ্টি নামবে। নামুক, ভূতল শীতল হোক এই কামনা করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।