আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেট বোর্ডের প্রহসনঃ প্রসংগ ১০ম জাতীয় লীগ

ওয়াসিকুজ্জামান অনি

আমি সিলেট বিভাগের ক্রিকেট সম্পাদক। ক্রিকেট বোর্ড কিছুদিন আগে জানালো ১০ জাতীয় লিগের জন্য আমাদের সিলেট বিভাগের ৩০ জনের তালিকা দিতে। আমরা তা দিলাম এবং এই প্রাথমিক দল নিয়ে গত এক মাস ধরে অনুশীলন করে যাচ্ছি। কিন্তু আজ জানতে পারলাম ক্রিকেট বোর্ড এই ফাস্টক্লাস ম্যাচ গুলোর জন্য আমাদের টিম বানিয়েছে এবং মজার ব্যাপার হলো এই ৩০ জন হতে মাত্র ৪ জন খেলোয়াড় সিলেট বিভাগ হতে রাখা হয়েছে। বাকি খেলোয়াড় অন্য বিভাগ হতে দেয়া হয়েছে।

গত ৫ বছর সিলেট হোম ভেন্যুতে কোন ম্যাচ খেলেনি, আমাদের হোম ভেন্যু ছিলো বগুড়া। আমাদের সাথে এত বইষম্য কেন? এখন আমার প্রশ্ন হলোঃ ১। এ টীমের নাম কি তবে সিলেট বিভাগ হওয়া উচিৎ ? ২। বোর্ড তবে কেন আমাদের দিয়ে প্রাথমিক দল করেছিল? ৩। যে খেলোয়াড়রা এতদিন কষ্ট করল তাদের কি হবে? ৪।

এখানে সিলেটের ক্রিকেটের উন্নতি কোথায় হলো? ৫। কার ইন্ধনে এভাবে আমাদের ক্ষতি করা হলো? ৬। এ কারনেই কি বাংলাদেশের ক্রিকেট মুখ থুবড়ে পড়ে? কে জবাব দেবে এর? তবে আমি ঠিক করেছি প্রয়োজনে কোর্টে যাবো।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.