আমাদের কথা খুঁজে নিন

   

ঊচ্চশিক্ষার জন্য স্কলারশীপ পেতে প্রবাসী বড়ভাইদের সহযোগিতার প্রয়োজনীয়তা



এই ব্লগে অনেক ব্লগার উচ্চশিক্ষার জন্য বর্তমানে দেশের বাইরে আছেন । এদের মধ্যে আবার অনেক ভাই স্কলারশীপ নিয়ে পরছেন । এই স্কলারশীপ পাওয়াটা যেমনি আনন্দের তেমনি কঠিন তা যোগাড় করা । নিজেকে যোগ্য করাই সবচেয়ে প্রয়োজনীয় তবে তার সাথে দরকার আরও কিছু বিষয় যেমন বড়দের পরামর্শ ও কার্যকর সহযোগীতা । আমাদের দেশের অনেক স্টুডেন্ট শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও কেবলমাত্র প্রয়োজনীয় দিক নিদের্শনার অভাবে বিদেশে উচ্চশিক্ষায় যেতে বেশ সমস্যায় পরে বিশেষ করে যারা স্কলারশীপের উপর নির্ভরশীল ।

চাইনীজ ও ভারতীয় প্রবাসী স্কলাররা তাদের দেশীদের স্কলারশীপ পেতে বিশেষভাবে সাহায্য করে । আমাদের বড়ভাইরা ও সাহায্য করে থাকেন । কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশী সবাই এখনও বিষয়টাকে নিয়ে সম্মিলিত কোনো উদ্যোগ নিতে শুরু করেননি । তাই এ ব্লগের মাধ্যমে আমি বিভিন্ন দেশে উচ্চশিক্ষারত বড় ভাইদের অনুরোধ করছি আপনারা প্রয়োজনীয় সম্মিলিত উদ্যোগ নিন। এছাড়াও আপনাদের কারও তথ্য সম্ম্বদ্ধ পোষ্ট আমাদের অনেক উপকারে আসবে ।

তাই আমি আপনাদের কাছে বিদেশে স্কলারশীপ পাওয়ার জন্য প্রয়োজনীয় ধাপসমূহ সম্পর্কে একটি পোষ্ট আশা করছি। যেমন GRE, IELTS, TOEFL এবং শিক্ষকদের সাথে যোগাযোগের উপায়। এক্ষেত্রে বড় ভাইদের লিংক খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা একই শিক্ষাগত যোগ্যতা নিয়ে কেউ যেতে পারে কেউ পারে না (আমি অবশ্য খুব নামকরা স্কলারশীপ বা ফেলোশীপের কথা বলছি না)। আমাদের সবচেয়ে বেশী প্রয়োজন সাহায্য করতে আগ্রহী বড় ভাইদের ই-মেইল ঠিকানা। যাতে আমরা তাদের সাথে মেইলের মাধ্যমে যোগাযোগ করে সাহায্য চাইতে পারি।

যোগাযোগের মাধ্যম হিসেবে ই-মেইল ঠিকানাসহ পোষ্ট চাই। এ ব্যাপারে কোনো বড় ভাই এগিয়ে আসবেন কি???

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।