আমাদের কথা খুঁজে নিন

   

হায়! সংযম

রাজাকার আর তাদের উত্তরসুরিদের ঘৃণা করি

মুসলমান দের জন্য রমযান মাস সংযমের মাস। সারাদিন উপোস থেকে আমরা সেই সংযম পালন করি। সন্ধায় ইফতারের মাধ্যমে আমরা রোযা ভাঙ্গি। শুধু না খেযে থাকা নয় খাওয়া দাওয়া ক্ষেত্রেও সংযম পালন করা টাও জরুরি কিন্তু আমরা ইফতারে সময়ে আয়োজন করি যেন সারাদিন যে নাখেয়ে ছিলাম তা একবারে উসুল করতে চাই। অনেকের ইফতার দেখে তো মনে হয় বিয়ে বাড়ির খানা কত রকমের খানা যেন রোযা রাখাই হয়েছিল ইফতার করার জন্য।

আর তো সাথে বড় বড় ইফতার পার্টি তো আছেই। কে কত বড় ইফতার পার্টি দিতে পারে তাও একটা লোক দেখানো বিষয় পাছে আবার সম্মান যায়। বলা চলে সংযমের মাসে সংযমটা ছাড়া আর সব কিছুই থাকে। অথচ দেশের কত মানুষ রোজা রাখা বা ভাঙার কোন খাবারই যোগার করতে পারেনা। তাদের নিয়ে চিন্তা করার কেউ নেই।

হায়রে সংযম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।