ক্ষনেক দাড়াও সাথী
পল্লব ঘন ছায়
তোমারে সাজাবো সযতনে
আধারের অলকায়।
চারদিক ছেয়ে নামিছে রাত্রী
তুমি দুর পথের যাত্রী
অকাল ধুর্ততা পথে
ঈশাণে বজ্র চমকায়।
পথে একা ভয়
কাঁপিবে আশঙ্কায়
কোথা হ'তে কে যে আসি'
সর্ব-নাশী, লুটিবে তোমায়।
এসা তোমার অস্থি মজ্জায়
ত্রিশুলের ডগা মাখি, রূদ্রের শয্যায়।
নির্ভয়ে হেটে যাবে তুমি,
ভীত শ্বাপদেরা পালাবে লহমায়।
ক্ষনেক দাড়াও সাথী
পান্থ নিবাস ছায়
তোমারে পরাবো রৌদ্র করোটি
আধারের অলকায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।