আমাদের কথা খুঁজে নিন

   

বিপদে আছি, বাচান ভাই... (কম্পু বিপদ)



মোবাইল রে মডেম বানায়া জিপি ইন্টারনেট ব্যবহার করি। মেসেন্জার এ ঘন্টার পর ঘন্টা বসে থাকলে কোনো বিপত্তি ঘটে না। বিপত্তি যখনি ব্রাউস করতে যাই, কিছুক্ষনের মধ্যে "Generic Host Process for Win32 Services has encountered a problem and needs to close. We are sorry for the inconvenience." এই ডায়ালগ আইসা হাজির হয়। এবং কিছুক্ষনের মধ্যে নেট এর লাইন বন্ধ হয়ে যায় (যদিও দেখায় কানেকশন আছে), পিসি রিস্টার্ট ছাড়া কোনো লাভ হয় না। পিসি নতুন ইন্সটল করলে ২/১ দিন বন্ধ থাকে, তারপর যেই লাউ সেই কদু।

আগে আপেরা ব্যবহার করলে আসতো না, কিন্তু ইদানিং অপেরা দিয়া ব্রাউস করলেও আসে (একটু লেট করে আসে)। আই.ই. অথবা ফায়ারফক্স দিয়া ঢুকলে কথাই নাই। ৪/৫ মিনিট পরেই সে আমারে সালাম দেয়। লিনাক্স ইউস করি না, কারন কেন জানি আমার পিসিতে উবুন্টু একটু পর পর হ্যাংগায় যায়। বিপদে আছি, বাচান ভাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।