আমাদের কথা খুঁজে নিন

   

ফিল্টার শামীম

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

আমাদের ভার্সিটির এক বড় ভাই আছে, নাম শামীম। ঘটনাটি তারঃ একদিন শামীম ভাই তার আরেক বন্ধু , নাম পরশ (ইনিও আমাদের ভার্সিটিতে পড়েন) - এর সাথে কোথাও যাচ্ছিলেন। শামীম ভাইয়ের কোন কারণে মনটা বিক্ষিপ্ত ছিল। হঠাৎ তিনি একটি সিগারেট বের করলেন ধরানোর জন্য।

কিন্তু বারবার চেষ্টা করেও শামীম ভাই সিগারেটটা ধরাতে পারছিলেন না। ম্যাচ এর কাঠি ৬/৭ টা নষ্ট হলো, তারপরও সিগারেটটা ধরলো না। পাশে পরশ ভাই অনেকক্ষণ ধরে শামীম ভাইয়ের কর্মকান্ড দেখছিলেন। অনেকক্ষণ পর পরশ ভাই বলে উঠলেন, " শামীম, তুই এইটা কি করতেছস, সিগারেট উল্টা কইরা ধরাইতাছস ক্যান?" ঘটনা হল, কোন এক অজানা কারণে শামীম ভাই সিগারেটের মাথায় আগুন না ধরিয়ে সিগারেটের ফিল্টারের দিকে আগুন ধরিয়ে সাদা অংশতে টান দিচ্ছিলেন , এ কারণে সিগারেটটা থেকে একটা বাজে গন্ধ বের হচ্ছিল। এই ঘটনা জানার পর থেকে আমরা শামীম ভাইকে ফিল্টার শামীম বলে ডাকি এখনও।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.