আমাদের কথা খুঁজে নিন

   

যে ডিভাইসটির হাত ধরে স্মার্টফোনের যাত্রা শুরু হয়েছিলো... SmartPhone নিয়ে কিছু কথা...


এটা তৈরি করেছিলো বিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান IBM. এবং এটার নাম ছিলো আইবিএম সাইমন (IBM Simon) । এই ফোনটির ডিজাইন করা হয়েছিলো ১৯৯২ সালে এবং বাজারে এসছিলো ১৯৯৩ সালে। এতে যেসব ফিচার গুলো ছিলো... Fax সেন্ড এবং রিসিভ, Pager, PDA, Calendar, Address Book, World Clock, Calculator, Note Pad, E-mail, Games ইত্যাদি। সব থেকে মজার এবং অদ্ভুত যে ব্যাপারটা তা হচ্ছে এটার কীপ্যাড ছিলো না। আসলে এটা টাচ স্ক্রীন ছিলো!! তখনকার যুগে এই ফোনটা যার হাতে ছিলো বুঝেন ব্যাপারটা পুরাই Boss।

১৯৯৩ সালে টাচ ফোন! IBM Simon ততকালীন সময়ে IBM Simon এর মুল্য ছিলো প্রায় U.S.= $ 899. অর্থাৎ বর্তমান US ডলার হিসেবে প্রায় BD= ৳৭২০০০টাকা। এরপর অন্যান্য কোম্পানিও স্মার্টফোন তৈরি করা শুরু করে। ক্রমেই এসে যায় নোকিয়ার স্মার্টফোন। Nokia 9000 Communicator ছিলো নোকিয়ার প্রথম স্মার্টফোন। যদিও এটা Symbian অপেরেটিং সিস্টেম নির্ভর ছিলো না।

এটার OS ছিলো GEOSTM 3.0, CPU ছিলো Intel 386, আর ডিসপ্লে সাইজ ছিলো 640 x 200 pixels। এরপর Nokia প্রথম সিম্বিয়ান S60 নিয়ে SmartPhone এর যাত্রা শুরু করে ২০০২ সাল থেকে। Nokia 9000 বলুনতো উপরের ছবিটার বাম পাশের ছোট মোবাইলটির মডেল কত? এরপর ২০০৩ সালে যাত্রা শুরু হয় এনড্রয়েডের। যার স্বত্বাধিকারী ছিলো এনড্রয়েড ইনকর্পোরেট। ২০০৫ সালে গুগল মামা এনড্রয়েডকে কিনে নেয়।

তারপর গুগল মামা এনড্রয়েডের কি হাল করেছে নিজেই দেখে নিন আপনার হাতে থাকা এনড্রয়েড মোবাইলটি থেকে। samsung-galaxy-s3 হাই হাই অ্যাপলের আইফোনের কথা তো বলতেই ভুলে গেছি! এই জনাবরাও কম্পিউটার নির্মাতা। কিন্তু তারপরেও মোবাইলের মধ্যেও মাথা ঢুকাই বসে আছে। আইফোন ২০০৭ সালে স্টিভ জবসের হাত ধরে বাজারে আসে। তিনি এখন আর আমাদের মাঝে নেই।

কিন্তু তার রেখে যাওয়া অবিশাস্য চিন্তাধারা এবং জিনিসগুলো বিশ্ব সারা জীবন স্মরণ রাখতে বাধ্য। ক্রমেই আইফোন ৩G, আইফোন ৩GS, আইফোন ৪, আইফোন ৪S, আইফোন ৫ মুক্তি পাই। এবং স্মার্টফোনের বাজারে সত্যপ্রবাহ শুরু করে দেয়। আইফোন ৫ কিন্তু এখন Samsung এর Anroid নির্ভর স্মার্টফোনের কল্যাণে আইফোনের সৃষ্ট সত্য প্রবাহ কেটে গেছে বললেই চলে। সবার জন্য শুভ কামনা রইলো... আমার আম্মা অসুস্থ।

তার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।