আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াত কিসের লোভে পাকিস্তানীদের সহায়তা করেছিল????



বেশ কিছু দিন ধরে জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদ এর মন্তব্য নিয়ে দেশের মিডিয়া এবং সচেতন মহলে একটি বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়েছে জামাতে ইসলামীর নেতারা ও ঐ দলের অনান্য ধ্বজাধারীরা মুক্তি যুদ্ধ নিয়ে যে অপব্যাখ্যা করেছে এবং মুক্তিযুদ্ধাদের প্রতি যে সব অশ্লিল মন্তব্য করেছে তার জন্য এদের কে দেশদ্রোহীতার অভিযোগে বিচার করে কঠোর শাস্তি প্রদান করা উচিত। তা না হলে এ ধরণের মনোবৃত্তির লোকজন বাংলাদেশের অস্তিত্ব ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলবে। তারা আমাদের মাতৃভূমিকে বিক্রি করে দেবে। আসলে জামাতের এই নেতার মন্তব্যে মনে দাগ কাটতে পারে যে কারো।

কারণ যখন তারা বলতে পারে স্বাধীনতা যুদ্ধকে গৃহ যুদ্ধ আর মুক্তি যুদ্ধারা নাকি সুন্দরী নারীর লোভে যুদ্ধে গিয়েছেল তাদের দ্বারা কি না হতে পারে? আচ্ছা মুক্তি যুদ্ধারা নারীর লোভে যুদ্ধ করে থাকেন, উনার কিসের লোভে পাকিস্তানীদের সহায়তা করেছিলেন? তা দেশ বাসিকে জানালে ভাল হয়। বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক এক সাাৎকারের জামাতের নেতাদের মন্তব্য প্রসঙ্গে বলেছেন জামাতের নেতাদের মন্তব্যে একটা বিষয় লণীয় হয়ে উঠেছে এবং সেটা প্রশংসার দাবিদার তা হল এই যে, জামাতের নেতাদের ইরেসপনসিবল যে কমেন্টস তার বিরুদ্ধে মানুষ একটি ভদ্রোচিত জবাব দিয়েছে। এটাই হচ্ছে জামাতের সাথে বাংলাদেশের জনগণের পার্থক্য। তিনি শাহ আব্দুল হান্নানের বক্তব্য প্রসঙ্গে বলেন তার বক্তব্যটা অত্যান্ত দায়িত্ব জ্ঞানহীন একজন ব্যাক্তির বক্তব্য। প্রজাতন্ত্রের কর্মচারী থাকাকালীন তিনি সংবিধান মেনে চলার অঙ্গীকার করেছিলেন।

আজকে তিনি সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন। সেদিন মুক্তিযুদ্ধকে গৃহ যুদ্ধ বলেন নি কারন তার তখন টাকার প্রয়োজন ছিল। আসলে তাই আমরা যারা স্বাধীনতা যুদ্ধ দেখিনি তারা ছোট বেলা থেকে জেনে আসছি বিভিন্ন বই পুস্তকে পড়ে দেখিছি যে আমাদের দেশে স্বাধীনতা বিরোধী একটি চক্র ছিল আল বদর, আল শামস, রাজাকার। তারা দেশের স্বাধীনতা যুদ্ধের বিরোধীতা করেছিল। তারা চায়নি এই বাংলাদেশটা স্বাধীন হোক।

এতদিন যখন তারা এসবের কোন প্রতিবাদ করেনি তবে আজ স্বাধীনতার এত বছর পর কোন কুঠির জোরে তারা এ কথা গুলো বলার সাহস পেল। তার হিসেব মেলাতে হবে সরকারকে । তাদের শাস্তি প্রদান না করলে এই দৃষ্টতা ভাড়বে বৈ কমবে না। কথিপয় জামায়াত নেতা মন্তব্য করেছেন যে মুক্তিযুদ্ধ নাকি গৃহ যুদ্ধ আর মুক্তি যুদ্ধারা নাকি সুন্দরী নারীর লোভে যুদ্ধে গিয়েছেল তাদের দ্বারা কি না হতে পারে? আচ্ছা মুক্তি যুদ্ধারা নারীর লোভে যুদ্ধ করে থাকেন, উনার কিসের লোভে পাকিস্তানীদের সহায়তা করেছিলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.